মহাবিশ্বের অজানা তথ্য


space-9250868_1920.jpg

Source

মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী একটি ছোট ধূলিকণার চেয়েও অনেক ক্ষুদ্র বলে প্রমাণিত হয়েছে। মহাবিশ্বে এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখনো পর্যাপ্ত জ্ঞান অর্জন করে নি। আবার এমন কিছু বস্তু রয়েছে যে বিষয়গুলো এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। ঠিক তেমনিভাবে আমাদের এই সৌরজগতে এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেসব বিষয়ে আমরা খুব ভালো জ্ঞান রাখি না। কিন্তু যখন থেকে আমরা সেসব বিষয়ের প্রতি গবেষণা করা শুরু করা হয়েছে এতে করে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

আমাদের সৌরমণ্ডলে এমন অনেক পাথর এবং বরফ আছে যেগুলো প্রতিনিয়তই আমাদের পৃথিবীর দিকে আসে। সে ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ তার গ্রাভিটিকাল ফোর্সের কারণে সে সবগুলোকে নিজের মধ্যে টেনে নিয়ে আসে। এক কথায় বৃহস্পতি গ্রহ পৃথিবীর বড় ভাই হিসেবে কাজ করে। সমস্ত বিপদ আপদ নিজের কাছে টেনে নেয় এবং পৃথিবীবাসীকে একদম ভালো রাখার চেষ্টা করে। কিন্তু তারপরও যেসব পৃথিবীর দিকে আসে সেগুলো পৃথিবীর অনেক কাছ দিয়ে বের হয়ে যায়। যে বিষয়গুলো আপনারা অনেকেই হয়তো কোন নিউজ কিংবা মিডিয়াতে শুনে থাকবেন।

অনেক বিজ্ঞানীরা মনে করেন আমাদের এই পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝখানে আরো একটি গ্রহ থাকার কথা ছিল। কিন্তু বর্তমানে সেই গ্রহের অস্তিত্ব নেই। তবে অনেক বিজ্ঞানীরা মনে করেন থিয়া নামের একটি গ্রহ শুরুর দিকে ছিল কিন্তু পরবর্তীতে পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে সেটা চাঁদের রূপান্তরিত হয়ে যায় এবং কিছু অংশ পৃথিবীর সাথে যুক্ত হয়ে যায়।
এই মহাকাশ এবং এই মহাকাশ বিজ্ঞান কতটাই জটিল এবং কতটাই রহস্যপূর্ণ সেটা এখান থেকেই বোঝা যায়।

ABB.gif

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 days ago 

মহাকাশের প্রত্যেকটা স্তর একদম রহস্যে ভরা। কখন কিভাবে কি সংঘটিত হবে সেটা মোটেও বোঝা কঠিন তবে মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মাঝখানে যেয়ে আরো একটি গ্রহ থাকার কথা ছিল এই বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল এরকম তথ্যগুলো জেনে খুবই ভালো লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113954.90
ETH 4115.08
USDT 1.00
SBD 0.58