ভূত নাকি মনের খেলা?


crow-988218_1920 (1).jpg

Source

আমরা প্রত্যেকেই মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাই আমাদের মধ্যে আবেগ এবং বিবেক রয়েছে কিন্তু তার মাঝেও আরও একটি বড় বিষয় রয়েছে যেটাকে আমরা আতঙ্কের পরের অধ্যায় বলি, অর্থাৎ ভয়ের কথা বলছি আমি। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিষয়ের ক্ষেত্রে অধিক ভয় পেয়ে যায়। বিশেষ করে কোন মানুষ টিকটিকি কিংবা তেলাপোকা দেখলে ভয় পেয়ে যায় আবার কিছু কিছু মানুষ সাপ দেখলে ভয় পায়।

তবে আমার মত কিছু মানুষ রয়েছে যারা অতিরিক্ত ভয় পায়। বিশেষ করে ভূত কিংবা জ্বিনে। এই বিষয়টা নিয়ে অনেক অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন অনেক ধরনের বিশ্লেষণ দেন। তবে আমি ব্যাক্তিগত ভাবে এসব কিছু বিশ্বাস করি। এই বিশ্বাসের পিছনে অনেকগুলো ঘটনা রয়েছে। বিশেষ করে আমার ছোটবেলায় আমার সাথে যেসব ঘটনা ঘটেছে সে সবকিছু দেখলেই এই বিষয়গুলো বিশ্বাস করাটা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।

আর যাই হোক না কেন এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমার জীবনে অনেক কিছু ফেস করেছি বিধায় এই বিষয়গুলো আমি এত কনফিডেন্টলি বলতে পারি। কারণ সেই সময়ে অনেক চিকিৎসা নেওয়া হয়েছিল কিন্তু সবাই বলেছিল আমি পুরোপুরি সুস্থ কিন্তু তারপরও সেই অলৌকিক ঘটনাগুলো আমার সাথে ঘুটতে থাকে। তাই আমি ব্যক্তিগতভাবেই বলব এটা কোন মনের ভুল নয় বরং অলৌকিক কোন কিছু ঘটনা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.034
BTC 101627.47
ETH 3290.73
USDT 1.00
SBD 0.52