শব্দের জন্যেই ভিন্ন?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা মানুষ ,আমরা হলাম আশরাফুল মাখলুকাত। সহজ বাংলা ভাষায় যদি অর্থ বিশ্লেষণ করতে যাই। তাহলে এর অর্থ হলো ,আসলে আমরা হলাম সেরা জীব এবং এ কারণেই আসলে আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব সেক্ষেত্রে আসলে আমরা সব সময় সবকিছুতেই সেরা বলা চলে। অর্থাৎ আমাদের চাল চলন ,অভ্যাস, কর্ম ,মস্তিষ্ক সব কিছুই অনেক বেশি উন্নত এবং এতোটাই উন্নত যে অন্য কোনো প্রাণী ই আমাদের সাথে কখনোই প্রতিযোগিতা করতে পারবেনা।
যদিও আমরা মানি কিন্তু আসলে অনেক জায়গাতেই আমাদের অনেক রকমের ভিন্নতা থাকে। হয়তো সেই ব্যাপারগুলো আমরা মানতে পারি না কিংবা হয়তো অনেক কিছুই আসলে অনেক রকম হয়ে থাকে। আর তেমন অর্থাৎ অনেক কিছুর মধ্যেই একটা বিশেষ ব্যাপার হলো ,আমার কাছে মনে হয় যে আমরা যে মানুষ ,আমরা যে আলাদা। তার মধ্যে তো ভিন্নতা রয়েছে। কিন্তু আমরা যে এতোটাই আলাদা। তার অন্যতম একটি কারণ হলো ,আমাদের কাছে শব্দ রয়েছে । অন্য কোনো প্রাণীর মধ্যে নেই এখন প্রাণী এবং মানুষের মধ্যে আসলে তফাৎ করতে গেলে অনেক কিছুই তফাৎ করা সম্ভব এবং প্রায় সবকিছুই তফাৎ করা সম্ভব। কিন্তু তাও আসলে কিছু কিছু ব্যাপার ভাবলে কেমন যেনো ভাললাগা কাজ করে।
যে যে ভালোলাগাটা আমার কাজ করে। সেটা হলো এই যে আমরা যে আসলে সব সময় নিজের ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি কিংবা আমাদের যে একটি শব্দ চয়ন রয়েছে। আমাদের যে একটি ভাষাগত শিক্ষা রয়েছে। আমাদের যে কতগুলো শব্দ রয়েছে। এগুলো আসলে কারোর মধ্যেই নেই এবং আমার কাছে মনে হয় এই শব্দের জন্যই আসলে আমরা বহুদূর এগিয়ে যাচ্ছি । বর্তমানে আসলে আমরা এতদূর এগিয়ে যাচ্ছি যে সেটা আমরা হয়তো এর আগে কল্পনা ও করিনি অর্থাৎ আমরা আমাদের শব্দের জন্যই হয়তো অনেক কিছু পাচ্ছি আবার অনেক কিছু হয়তো হারাচ্ছে কিন্তু এই শব্দ আমাদের বহুদূর এগিয়ে নিয়ে যাচ্ছে।

