মানুষ হোক ঘাসফুল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই "ঘাসফুল" কথাটি আমি একেবারে একটি রূপক অর্থে ব্যবহার করেছি, কারণ আমার কাছে আসলে মনে হয় যে ঘাসফুল যেমন খুব কোমল, নরম, অর্থাৎ দূর থেকে দেখলে তাকে অনেক কাটাযুক্ত কিংবা অনেক ঝামেলার মনে হয়, হালকা কাছে গিয়ে বুঝতে চাইলে বুঝা যায় যে সে আসলে কতটা নরম, এবং যত্ন করে আসলে তাকে রাখতে হয়। মানুষও ঠিক তেমন। অর্থাৎ, মানুষকে আসলে অনেক বেশি যত্ন করতে হয়, যদি যত্ন না করা হয়, তাহলে আসলে সেখানে ওই মানুষ বেশি দিন ধরে থাকতে পারে না।
তাহলে, আমার কাছে মনে হয়, প্রতিটি মানুষের আসলে ঘাসফুলের মতোই হওয়া উচিত। যারা আসলে নয়, তাদের সাথে জীবনে চলাচল করা কিংবা জীবনে আসলে সবকিছু ডিল করাটা অনেকটা কষ্টকর বলেই আমার মনে হয়। কারণ, এটা আমি অনেক ভাবেই খেয়াল করেছি, যে মানুষগুলো সহজ-সরল, একেবারে বলা চলে ওই যে বললাম, ঘাসফুলের মতো সহজ-সরল, তাদের সাথে যে কোনো কিছু করতেই আসলে বেশ ভালো লাগে।
একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যে আপনার চারপাশে যদি খুব সাদাসিধে, সাধারণ মানুষগুলো থাকে, তবে আপনারা আসলে তাদের সাথে কথা বলতে, কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কিংবা যে কোনো ব্যাপার শেয়ার করতেও আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। আর তার বিপরীতে, যদি আপনি দেখেন যে খুব জটিল একটা মানুষ আপনার সাথে কাজ করছে, কিংবা খুব জটিল একটা মানুষের সাথে আপনার কাজ করতে হচ্ছে, তখন আসলে আপনার কাজ করতেও প্রচণ্ড সমস্যা হবে। কারণ, তখন আসলে আপনার ওই মানুষটির সাথে রিলেট করতে প্রচণ্ড সমস্যা হবে।
Sort: Trending
[-]
punicwax (-13)(1)muted 3 days ago
$0.00
Reveal Comment
