অতি লোভে তাঁতি নষ্ট


trophy-3457987_1920.jpg

Source

বর্তমানে সব জায়গায় দুর্নীতিগ্রস্ত রয়েছে আমরা সবসময় অল্প পরিশ্রমে বেশি লাভবান হতে চাই। অল্প টাকায় বেশি রিটার্ন জেনারেট করতে চাই। এই বিষয়গুলোকেই সামনে রেখে কিছু এস্কেমের গ্রুপরা সাধারণ মানুষকে টার্গেট করেন এবং সেসব বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করে তাদের সাথে স্কাম করে সমস্ত টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যায়।

এইতো দুই মাস আগেরই একটি ঘটনা আমাদের নীলফামারী শহরে ঘটেছিল। একটি ব্যাংক নাকি সঞ্চয়পত্রের উপর ভিত্তি করে এক লাখ টাকার রিটান দেয় মাসে প্রায় ১২০০ টাকার মতো। যেখানে অন্যান্য ব্যাংক প্রাইস ৯০০ টাকার একটু বেশি রিটার্ন জেনারেট করতে পারেন। সেজন্য অনেকেই সেই ব্যাংকে টাকা রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যাংক সমস্ত টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে।

একটু বিষয় লক্ষ্য করে দেখবেন, যেগুলো পপুলার ব্যাংক রয়েছে একটু নাম ডাক রয়েছে যে সকল ব্যাংকে সে সকল ব্যাংকে যদি টাকাগুলো রাখতো তাহলে সেই টাকাগুলো মার যাওয়ার প্রবণতা অনেকটাই কম ছিল। যেখানে নতুন ব্যাংক নতুন অফার দিয়েছে এসব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু অনেক গ্রাহকেরাই সেখানে টাকা জমা রেখেছিল। কিন্তু ফলশ্রুতিতে তারা নিজের টাকা পেল না। বরঞ্চ তাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে হল। তাই যেখানেই যা করবেন না কেন অবশ্যই সব কিছু চিন্তাভাবনা করে করার চেষ্টা করবেন।

ABB.gif

Sort:  
 2 months ago 

আমাদের বুঝতে হবে যেখানে প্রয়োজনের থেকেও অতিরিক্ত কোন কিছু ঘটে সেখানে অবশ্যই কোনো না কোনো ঝামেলা বিরাজমান থাকে। মানুষও বর্তমান অতিরিক্ত লোভের আশায় ভালো-মন্দ যাচাই করে না। নীলফামারীর ব্যাংকের ঘটনা জেনে খুবই খারাপ লাগলো বিষয়টা।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.034
BTC 99939.51
ETH 3192.61
USDT 1.00
SBD 0.54