আসুন গরীর মানুষের পাশে দ্বাড়াই

dove-7110528_1920.jpg

Source

বর্তমানে রমজান মাস চলছে, রমজান মাস কে ঘিরে আমরা ছোটবেলায় আমাদের এলাকার কয়েক বন্ধু মিলে আমরা চাঁদা তুলতাম এবং সেই চাঁদা তুলে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। এইতো গত বছরেই আমরা সকল বন্ধু-বান্ধব মিলে একটি ফান্ড কালেক্ট করি এবং পরবর্তীতে সেমাই, চিনি এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছিলাম।

আমি ব্যক্তিগতভাবেও জানি এতোটুকু সাহায্য করে কোন মানুষের মুখের হাসি ফোটানো সম্ভব নয় কিংবা কোন মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। তবে আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা যদি নিজ নিজ জায়গা থেকে একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো কিছু মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। জীবনের একটা পর্যায়ে এসে মনে হবে আমি সারা জীবন কি করেছি এই ভালো কাজ বলেই তখন আপনার চোখের সামনে ভাসবে এবং এই ভালো কাজের বিনিময়ে হয়তো আপনি পরকালে ভালো একটি স্থানে যেতে পারবেন। তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে হতদরিদ্র মানুষদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি।

প্রত্যেকটি মানুষের জীবনের সমস্যার শেষ নেই। এই সমস্যাগুলো কখনোই সমাধান হবে না। একটি সমস্যার সমাধান হবে আরো দুটি সমস্যা দার প্রান্তে এসে দাঁড়াবে। কিন্তু এর মাঝেই আমাদেরকে সবকিছুই করতে হবে। সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। হতদরিদ্র মানুষদের এটাই একমাত্র চাওয়া, তাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করে। তারা যেন দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এই পৃথিবীতে এর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে বলে আমি মনে করি না। তাই এই রমজান মাসে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
BTC 112091.27
ETH 4009.55
USDT 1.00
SBD 0.58