ক্যারিয়ার নাকি প্যাশন?


hiring-3580378_1920.png

Source

বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নিজস্ব প্যাশন বলতে আসলে কোন কিছু হয় না। আমাদের সবারই উচিত লক্ষ্য থাকে একটি চাকরি করব এবং নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবো। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি আমি যেই কাজে পারদর্শী এই কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে সেই বিষয়টাকে যদি আমি আবার ক্যারিয়ার হিসেবে নির্বাচন করি তাহলে কিন্তু আরো অনেক বেশি সফলতার সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।

আমার মা ছোটবেলা থেকেই আমাকে বলতো, আমি কোন কাজ করতে ভালোবাসি। সেই কাজের প্রতি ভালোবাসার রেখেই আমাকে তিনি পড়াশোনা করিয়েছিলেন। তাই সেজন্য আমার মা-বাবাকে আমি মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। এরকমটাই হওয়া উচিত প্রত্যেকটা পরিবারে। নিজের সন্তানেরা কোন বিষয় পারদর্শী সেই সন্তানরা কি হতে চাই সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত।

তবে সত্যি কথা বলতে আমরা যেসব বিষয় হতে চাই আমাদের জীবনের লক্ষ্য যেভাবে গড়ে তুলতে চাই ঠিক শিক্ষা ব্যবস্থা তার উল্টো করে দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় আমাদের সাবজেক্ট সিলেক্ট করে দেয়। আমরা কোন বিষয়ে পড়াশোনা করব। এই শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত নিজের প্যাশন কে ক্যারিয়ার হিসেবে গড়ে তোলাও ততটা সহজ হবে না। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 120958.00
ETH 4485.25
SBD 0.78