যখন নিজের সাথেই লড়াই করতে হয়
জীবনে এমন কিছু সময় আসে, যে সময়ে আপনাকে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য খুবই জরুরী এবং সেই সিদ্ধান্ত নিতে না পারলে আপনার জীবনের অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। কিন্তু কি সিদ্ধান্ত নিবেন সেটা বুঝে উঠতে পারছেন না। কারণ যেদিকেই যাবেন সেদিকেই আপনার নিজের স্বার্থ জড়িয়ে রয়েছে। নিজের ভালোলাগা জড়িয়ে আছে। নিজের ভালোবাসা জড়িয়ে আছে।
জন্ম মৃত্যু বিয়ে এসব কিছু একবারই হয় তবে কেউ কেউ আবার একাধিক বার বিয়ে করে। সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক যেমন বিয়ের আগে আমার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল এবং সেই সিদ্ধান্তর মাধ্যমেই আজকের আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আর আমি যদি অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করতাম তাহলে হয়তো আমি আপনাদের মাঝে বর্তমানে উপস্থিত থাকতে পারতাম না। কারণ সেই সময়টাতে বাসায় একটু ঝামেলা হয়েছিল এবং আমিও প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম আমি সবকিছু বাদ দিয়ে দেবো।
এমন অনেক কথা রয়েছে যেগুলো আসলে পোস্টের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করতে পারি না। কিন্তু তারপরও মনের ব্যথাগুলো মাঝেমধ্যে দু-চার লাইনে কথার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। এই বিয়ের সিদ্ধান্তটা আমার জন্য খুব বড় একটি সিদ্ধান্ত ছিল। যার কারণে বর্তমানেও আমার কাছে মনে হয় যে সেই সিদ্ধান্তটা এখন না নিলেও হয়তো পারতাম। অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খায় কিন্তু দিন শেষে সবকিছু হয়ে গেছে এবং আমিও একটি নতুন জীবনে পদার্পণ করেছি, এটাই সর্বোত্তম সত্য।