ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আসলে বড়


roses-2840743_1920.jpg

Source

হ্যালো স্টিমিট পরিবার, ভালোবাসা মানেই কি বড় কোনো উপহার? দামি জায়গায় ডিনার? চোখ ধাঁধানো আয়োজন? আমি বলি না। আমার জীবনে যেটুকু বুঝেছি, ভালোবাসা মানে হচ্ছে ছোট ছোট কিছু মুহূর্ত, যা কোনো দামি উপহারের থেকেও বেশি মূল্যবান। এটাই হওয়া উচিত বলে মনে করি।

আমার বউ একদিন রাতে ঘুমানোর আগে শুধু বলল, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। বিশ্বাস করো, সেদিনের সেই মুহূর্তটা আমার মনে এমনভাবে গেঁথে গেছে, যে আজও মনে পড়লে বুকটা কেমন করে উঠে। এটাই হয় তো ভালোবাসা। ভালোবাসা মানে, কাউকে না বলেও তার পাশে চুপচাপ বসে থাকা। তার কষ্টে নিঃশব্দে পাশে দাঁড়ানো। প্রিয় মানুষটি রাতে ফোন করে বলছে, ঘুম আসতেছে না রে। এই কথা শোনার মাঝেও ভালোবাসা লুকানো থাকে।

আমরা অনেকেই ভালোবাসা বোঝাতে গিয়ে বড় বড় প্ল্যান করি। কিন্তু মাঝে মাঝে এক কাপ চা নিয়ে পাশে বসে বলাটাই যথেষ্ট, তোমার ক্লান্ত লাগতেছে? আসো একটু বসো আমার পাশে। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই আছে ভালোবাসার আসল রূপ। ভালোবাসা হচ্ছে অনুভবের নাম, তা দামি না, গভীর হতে হয়। আপনারা কি মনে করেন তা অবস্বই মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102859.74
ETH 3457.62
USDT 1.00
SBD 0.55