এলিয়েন সত্যি কি আছে?
এলিয়েন অর্থই হচ্ছে ভিনগ্রহীর কোন বাসিন্দা অর্থাৎ ভিনগ্রহের কোন জীব জন্তুকেই আমরা এলিয়েন বলে সম্বোধন করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মহাবিশ্বে কি একা বসবাস করছি নাকি কোন ধরনের এলিয়েন জাতি রয়েছে? এই বিষয়টা এতটা সহজ হলেও এর উত্তরটা কিন্তু এতটা সহজ নয়। আমরা এখনো পৃথিবীর বাহিরে কোন ধরনের প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি তার জন্য এখন পর্যন্ত আমাদের মানব সভ্যতার কাছে এলিয়েন বলতে কোন কিছুই হয়।
তবে আমরা যদি এই মহাবিশ্বের দিকে তাকাই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে কোটি কোটি গ্যালাক্সির মধ্যে লক্ষ লক্ষ সৌরমন্ডল রয়েছে এবং লক্ষ লক্ষ সুরমণ্ডলের গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন ধরনের বিষয়বস্তু রয়েছে। এই এতগুলো গ্রহ উপগ্রহর মধ্যে কি কোন একটি গ্রহে প্রাণের সন্ধান থাকতে পারে না! বিজ্ঞানীরা মনে করেন অবশ্যই থাকতে পারে তবে আমাদের এই মহাবিশ্ব এতটা বড়, যার কারণে সেই জায়গা থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতেই অনেক বেশি সময় চলে যায়।
আমাদের মহাবিশ্বে আলোর গতির বেশি আর কোন কিছু যেতে পারে না। ধরুন এখান থেকে আর ৪০ বিলিয়ন আলোকবর্ষ দূরে কোন একটি গ্রহ কিংবা নক্ষত্রের জীবন রয়েছে সেখান থেকে যদি বর্তমানে আমাদের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে পৃথিবীতে এখনো ডাইনোসর বসবাস করছে। কারণ পৃথিবী থেকে আলো সেখান পর্যন্ত পৌঁছাতেই এত বছরের সময় লেগেছে। এই মহাবিশ্বে এতটা বড় এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গা থেকে যদি আমরা আমাদের সৌরমণ্ডলের দিকে তাক করে থাকাই তারপরও আমরা আমাদের সৌমণ্ডল কে দেখতে পারবো না। কারণ সেই জায়গা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সূর্যের আলো পৌঁছাতে পারেনি।
যদি কোথাও কোন ধরনের এলিয়েন থেকেও থাকে কিন্তু তারপরও এই অসীম দূরত্বের কারণে আমাদের আর সে বিষয়ে খোঁজখবর নেওয়াটা অনেকটা বেশি কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। যার কারণে এখন পর্যন্ত এলিয়েনরাও আমাদেরকে খুঁজে পাইনি কিংবা আমরা মানুষেরাও কোন ধরনের এলিয়েন সভ্যতার খোঁজখবর পায়নি। তবে ভবিষ্যতে আশা করা যায় এলিয়েন সভ্যতার সাথে আমাদের পরিচয় ও হয়ে যেতে পারে।