নারী যদি পিছিয়ে পড়ে, সমাজও পিছিয়ে পড়ে


women-9152739_1920.jpg

Source

পৃথিবীতে মোট যত জনসংখ্যা রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই নারীর অংশ রয়েছে। পৃথিবীর অর্ধেক যদি পুরুষ হয় তাহলে অর্ধেকের বেশি আছে নারী এবং এই নারীরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন ভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে দেশ এবং জাতি উভয় উন্নতি হবে এবং আমাদের জাতি আরও বেশি ভাবে এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। নারীরা শুধুমাত্র ঘরের কাজের জন্য নয়, বরঞ্চ বাইরের কাজের জন্য ব্যাপকভাবে প্রস্তুত এবং এখন দেখা যাচ্ছে আমাদের এই সমাজে বিভিন্ন ক্ষেত্রেই নারীরা যোগদান করছে এবং ভালো করছে।

বর্তমানে নারীরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউরোপ-আমেরিকা নয় বরঞ্চ আমাদের মতো এশিয়া মহাদেশের ছোট ছোট দেশগুলোতেও নারীর আইন নারীর অধিকার নিয়ে কথাবার্তা হচ্ছে এবং আমাদের বাংলাদেশেও নারীরা প্রায় সব সেক্টরেই রয়েছে, যাতে করে জাতি আরো তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে।

বর্তমানে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু শিক্ষিত হচ্ছে এবং একটি শিক্ষিত নারীকে শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখার কোন মানেই হয় না। এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যদিও আমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী আমরা সকলেই ধর্মের পথে চলবো এবং আর শালীন পোশাক পড়ে যদি কর্মক্ষেত্রে যায় সে ক্ষেত্রে ধর্মের বিষয়টাও আর বাধা হয়ে থাকে না। তাই আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে যদি নারীরা অগ্রাধিকার পায় তাহলে তারা আরো ভালো কিছু করবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 last month 

নারী শক্তি আদি লগ্ন থেকেই পুরুষদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। যার ফলে পুরুষ সফল হয়েছে। দারুন কিছু কথা লিখেছেন আপনার পোস্টে। পুরো পোস্ট পড়ে ভালই লাগলো। নারীকে উৎসাহ প্রদান করতেই হবে।

 last month 

নারী এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে। আর যদি নারী পিছিয়ে পড়ে তাহলে সমাজও পিছিয়ে পড়বে। অনেক চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.31
JST 0.032
BTC 111061.89
ETH 3959.23
USDT 1.00
SBD 0.66