যে গল্পগুলো বলা হয় না, সেগুলোতেই থাকে সবচেয়ে বেশি সত্য


book-2341083_1920.jpg

Source

পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, প্রতিটি মানুষেরও আলাদা একটি নিজস্ব মতবাদ রয়েছে। নানান ধরনের ঘটনা রয়েছে। যেগুলো আমাদের সাথে ঘটে যায়। কিন্তু তারপরও অনেক অনেক কথা যেগুলো আমরা কারো সাথেই কখনো শেয়ার করতে পারি না। তবে সেগুলো একদম বাস্তব সত্য কথা এবং সেই কথাগুলো শেয়ার করার মত মানুষ আমরা খুঁজে পাই না।

প্রত্যেকটি মানুষের জীবনে বেস্ট ফ্রেন্ড থাকে না। আবার থাকলেও কিছু কিছু কথা একান্তই ব্যক্তিগত থাকে যেগুলো আসলে শেয়ার করা হয় না। যেগুলো একান্তই গোপনীয়তার সাথে আমরা গোপন করে থাকি। তবে সেই কথাগুলো একদম বাস্তববাদী এবং যেসব ঘটনাগুলো আমাদের সাথে ঘটে যায়। কিন্তু দুঃখের বিষয় সেই দুঃখ কিংবা কষ্টের কথাগুলো আমরা কাউকে কারো সাথে শেয়ার করতে পারি না।

আপনি যদি সেই কথাগুলো শেয়ার করার মতো কোনো মানুষ পেয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনি একজন অনেক ভাগ্যবান একজন ব্যক্তি তা না হলে এসব কষ্টের মধ্যে রয়েছে কোটি কোটি মানুষ যারা নিজের দুঃখ কষ্ট গুলো কারো সামনে শেয়ার করতে পারেনা। তাদের কষ্টগুলো শোনার মতো আশেপাশে তারা কাউকেই পারেনা। তারাই একান্তই একাকীত্ব জীবন যাপন করে এবং যে কথাগুলো তারা শেয়ার করতে পারে না তারা সেসব বিষয়ের ভুক্তভোগী। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবে না আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108996.94
ETH 4302.38
USDT 1.00
SBD 0.84