নিজেকে সস্তা বানিয়ে ফেলো না


brain-7146260_1920.png

Source

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। যখন আমি প্রথম ঢাকায় আসলাম। তখন আসলে আমার পরিবারের সেই সামর্থ্য ছিল আমাকে ভালো জায়গায় রেখে প্রাইভেট ভার্সিটিতে পড়াবে। কিন্তু আমার চেষ্টা ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো এবং নিজে কর্ম করে আর নিজ পায়ে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। ঠিক তেমনিভাবে আমি চেষ্টা চালিয়ে গেছি এখনো চালিয়ে যাচ্ছি। কিন্তু সেই সময় থেকে এখন এই সময়টা অনেকটাই ব্যতিক্রম এখন সময় পাল্টেছে। কিন্তু সেই সময়ে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে সেসব কিন্তু এখনো ভুলিনি, কিন্তু তারপরও কেন জানি সেই বিষয়গুলো মাঝেমধ্যেই আমার মনে পড়ে।

আমার একটি অভ্যাস ছিল আমি সবার কথাই গুরুত্বসহকারে শুনতাম। যে যেটা বলতো সেটাই করতাম এবং এখনো সেটাই করছি হয়তো। কিন্তু তারপরও সেই সময়টা ছিল অনেকটাই খারাপ সময়। খারাপ সময় বললে ভুল হবে, শিক্ষানুবিস কাল ছিল। সেই সময়টাতে আসলে বুঝে উঠতে পারিনি কে আমার আপন কে আমার পর। কিন্তু তারপরও সকলের কাছে কেন জানি ছোট হয়ে থাকতাম। সব সময় কোন কিছুতেই তারা আমাকে একটু অন্য নজরেই দেখতে, কারণ আমি অন্য জায়গায় কাজ করতাম।

আমার এখনো স্পষ্ট মনে আছে আমার বন্ধু বান্ধবীরা যখন ভার্সিটি শেষ করে কোথাও ঘুরতে যেতো, আমি ছুটতাম আমার অফিসের কাজে। এর জন্য কত যে ছোট হয়েছি তার হিসেব বলে শেষ করা যাবে না। কোন এক সময় তো আমাকে আর তারা কোথাও ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি। কারণ আমি একটা ছোট চাকরি করতাম। যেটা আসলে তাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বিষয়গুলো মনে করলে অনেকটাই খারাপ লাগে। তারপরও আমি আমার বিশ্বাসের সাথে আমার কাজ করে গেছে, কারণ জানি কষ্টের পরই আছে সফলতা। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115851.61
ETH 4618.30
SBD 0.88