সময়ের কাছে আমরা সবাই ঋণী


alarm-clock-2175382_1920.jpg

Source

সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় থেকে আমরা কখনোই বের হয়ে আসতে পারবো না। সময়ের উপরে আমাদের কারোরই নিয়ন্ত্রণ নেই। পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও আমরা এক সেকেন্ড সময় কিনতে পারবো না। তাহলে একবার চিন্তা করে দেখুন এই সময় আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে সময়ের প্রবাহ মনে হচ্ছে অনেক বেশি জোরে এবং বেশি গতিতে ছুটে চলে যাচ্ছে। এইতো মনে হয় যে সে গত কয়েকদিন আগেই হয়তো শুক্রবার গিয়েছে কিন্তু দেখতে না দেখতেই আবার শুক্রবার এসে যায়।

এই সময়ের কাছে আমরা সব কিছু সব সময় ঋণী হয়ে থাকি। কারণ আমরা সবসময় চিন্তা করে থাকি এই কাজটা যদি আমরা এভাবে না করে অন্যভাবে করার চেষ্টা করতাম তাহলে হয়তো ভালো ফলাফল পেতাম। তবে আমাদের এই বাস্তব জীবনে ট্রাইল বল বলে কোন কিছুই হয় না। যেটা বর্তমানে করেছি সেটাই একমাত্র সত্য ঘটনা হয়ে লিপিবদ্ধ হয়ে থাকে। তাই জীবনে আর যাই করুন না কেন প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেলতে হবে এবং সব সময় সেই বিষয়গুলোকে ভালোভাবে অনুধাবন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সময় কি এই বিষয়টা খুঁজতে গিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতবাদ দিয়েছেন। আবার কোন কোন বিজ্ঞানী বলেছে এটা শুধুমাত্র আমাদের ভ্রম মাত্র। কিন্তু সময় আসলে কি এই বিষয়ে প্রকৃত কোন ধারনা এখন পর্যন্ত কোন বিজ্ঞান দিতে পারেনি। এই বিষয়গুলো আজও রহস্যময়। যদিও আপনাদের কাছে বিষয়টা হাস্যকর বলে মনে হবে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা এটা ভালোভাবে অনুধাবন করতে পারবেন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113882.99
ETH 4406.16
SBD 0.86