বদলে যাওয়ার চিত্র
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে এমন একটি লেখা শেয়ার করবো।যে লেখাটির একেবারে সামনাসামনি আই উইটনেস বলা চলে। অর্থাৎ আমার সামনেই ঘটনাটি ঘটেছে তো ঘটনাটি ঘটার পরে আসলে আমার মনে হলো যে এই ব্যাপারে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের সাথে তুলে ধরা উচিত। কারণ সত্যিই আমি খুব অবাক হয়েছি ব্যাপারটি দেখে। কারণ আমাদের জীবনে কিছু কিছু এমন ব্যাপার থাকে। যেগুলো চোখের সামনে ঘটলে শুনতে কিংবা দেখতে বেশ অবাক লাগে।
কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো ছোটবেলায় আমাদের কাছে একরকম থাকে আর বড় হয়ে যাওয়ার পরে একেবারেই যেনো তা ভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে অন্যতম আমার মনে হয় যে ভাই বোনের সম্পর্ক। কারণ আপনারা ভেবে দেখুন আমরা যখন ছোট থাকি কিংবা আসলে বিয়ে এই ব্যাপারগুলোর আগের ভাই বোনের সম্পর্কের কথা যদি আমরা ভাবি। তাহলে এর চেয়ে মধুর সম্পর্ক বোধ হয় আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ এই যে ভাই বোন এই সম্পর্ক গুলোর মধ্যে যে ভালোবাসা থাকে। সেটা অনেকটা যেনো একেবারে স্বার্থহীন থাকে। কিন্তু পরবর্তীতে সকলের যখন আলাদা সংসার হয়ে যায়। তখন সেই সম্পর্কগুলো এতো বাজে ভাবে পরিবর্তন হয়। যে ব্যাপারটা আর নেওয়া যায় না। অর্থাৎ সহ্য করা যায় না।
তেমন একটি ব্যাপার আমার সামনে ঘটেছে। অর্থাৎ বদলে যাওয়ার এই চিত্র সত্যি খুব অবাক লাগে। কারণ আজকে অর্থাৎ এটা একেবারে আজকের ঘটনা। সেটা হলো আমার সামনেই ২ আপন ভাই এমন ভাবে মারামারি করছিলো। তাও সামান্য সামান্য কিছু ব্যাপার নিয়ে। যেগুলো হয়তো ছোটবেলায় ভাবলেও খুব অসম্ভব লাগে। কারণ ছোটবেলায় আপন ভাই সত্যিকারের মারামারি করবে কিংবা এত বেশি এগ্রেসিভ হয়ে যাবে এই ব্যাপার গুলো কল্পনা করাও কঠিন। কিন্তু এসব বলতে গেলে আমাকে অবাক করে। জীবনের তাগিদে সম্পর্কগুলো কতো দ্রুত বদলে যায়, সেটা দেখলেই অবাক লাগে!