নীলসাগর
উত্তরের জনপথে একটি বিনোদন কেন্দ্রের নাম হচ্ছে নীল সাগর। যেটা নীলফামারীর প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। বর্তমানে এই জায়গাটাকে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসেই ভিজিট করে নীলসাগর। একটি প্রাকৃতিক পরিবেশের জায়গা যেখানে গেলেই আপনার মনে হবে চারিদিকে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাঝখানে একটি বড় পুকুর রয়েছে যাকে আমরা নীল সাগর বলে থাকি।
আমি নীলফামারী থাকলেও ও গত 6-7 বছরে হয়তো নীল সাগরে যাওয়া হয়নি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ঢাকায় থাকি এবং অল্প কিছুদিনের ছুটি নিয়ে নীলফামারীতে আসি। এতে করে কোথাও ঘুরে বেড়ানো এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এগুলো খুব
খুব কম হয়। তাই এবার চিন্তা করছি পরিবার নিয়ে সকলেই একসাথে নীল সাগরে যেয়ে ঘুরে আসবে এবং নীলসাগরের সেই প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করবো।
লোকোমুখে শুনেছি নীল সাগরের অনেক কিছুই নাকি নতুন করে তৈরি করা হয়েছে, আরো আপডেট করা হয়েছে কিন্তু সময়ের অভাবে এখনো যাওয়া হয়নি। এবং আপনারা যারা উত্তরবঙ্গে থাকেন তাদেরকে অনুরোধ করব একবার সময় করে হলেও নীল সাগরের ভিজিট করে যাবেন। নীল সাগর একটি প্রাকৃতিক পরিবেশের যেখানে শীতকাল আসলেই অতিথি পাখিকে দেখা যায়। যদি এখন গরমকাল চলে এসেছে তারপরও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কমে নেই। তাই ভাবছি এবার সকলে ঘুরে আসব ধন্যবাদ সবাইকে।