মানুষের অন্তর্জ্ঞান: গল্প না সত্যি?
আজ কিছু আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে কথা বলা যাক। আপনি যখন একা থাকেন তখন আপনার কি মনে হয় না আপনি নিজের সাথেই কথা বলছেন? কিন্তু আপনার কাছে মনে হয় আপনি আপনার অন্তরত্তার সাথে কথা বলছেন। যে কিনা আপনার ভালো চায় কিংবা খারাপ চাই। যার কাছে বিভিন্ন ধরনের পরামর্শ কিংবা আমরা বিভিন্ন সময়ে কথাবার্তাও বলি। এই বিষয়গুলো আসলে কি? এই বিষয়ের বিজ্ঞানের ব্যাখ্যা কি, সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন রাখতে পারি না।
আমরা সকলেই কোন না কোন ধর্মে বিশ্বাসী এবং প্রত্যেকটি ধর্মেই আমাদের আত্মার কথা বলা রয়েছে। যেই আত্মাটা মরার পরেও জীবিত থাকে। এখন যখন আপনি এই পোস্ট পড়ছেন তখনও কিন্তু আপনার সাথে সাথে আপনার অন্তরাত্মা ও এই বিষয়গুলো দেখছে এবং বুঝতে পারছেন। মাঝে মাঝে আমরা নিজেদের সাথে তখনই কথা বলি। যখন আমাদের কাছে আর কোন রাস্তা থাকে না।
তবে কিছু কিছু বিজ্ঞানীরা এটা দাবি করেছেন আমাদের মস্তিষ্কই সবকিছুর মূলে রয়েছে। কারণ আমাদের মস্তিষ্কে এমন কিছু সক্ষমতা রয়েছে যেটা আসলেই আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত সব তথ্যের ঊর্ধ্বে রয়েছে। যার কারণেই আমাদের এরকম একটি বিষয় আমরা ভ্রমিত হই কিংবা নিজেদের সাথেই নিজেরা কথা বলি এবং একটি সমাধান বার করার চেষ্টা করি। তবে অনেকেই মনে করেন এটা মস্তিষ্কের একটি চাল যাতে করে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।

