আজকের শিক্ষাব্যবস্থার চিত্র
১৯৭১ সালে বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের সূচনা হয়। সেই থেকেই এই রাষ্ট্র পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। তবে এই বাংলাদেশের কিছু কিছু বিষয়গুলোর জন্য বর্তমানে এখনও বিশ্বের অনেকগুলো দেশ থেকে আমাদের এই বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। যেখানে জাপানের মত উন্নত দেশে শিক্ষার ব্যবস্থা গুলো একটু অন্যরকম, একটু কারিগরি সমস্ত বিষয়বস্তু শেখানো হয় কিন্তু বাংলাদেশের শুধুমাত্র এসাইনমেন্ট এবং মুখুস্ত পড়ার উপরে জোর দেয়।
যেখানে জাপানের মত একটি দেশে ছোট থেকেই শেখানো হয় কিভাবে নিজেদের কাজগুলো করতে হয়। কোন কাজেই ছোট নয় এবং ছোটবেলা থেকেই কারিগরি বিভিন্ন ধরনের জ্ঞান তাদেরকে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কি হয়? শুধুমাত্র পরীক্ষা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং সমস্ত পড়াশোনা শেষ করে যখন চাকরির জন্য এপ্লাই করবে তখন দেখা যাবে যে বর্তমানে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চাকরি নাই।
ফলাফল কি হবে জানেন একে বলা হয় শিক্ষিত বেকার। এরকম শিক্ষিত বেকার বাংলাদেশের লক্ষ লক্ষ ভরে পড়ে আছে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের কেন পরিবর্তন করা দরকার। কারণ একটি মানুষের ভিত্তি যতটা মজবুত হবে সেই জাতি তত বেশি উন্নত হবে। এই বিষয়টা আমরা সকলেই জানি তাই ছোটবেলা থেকেই আমাদেরকে যদি সেভাবেই শেখানো হতো এবং সেভাবে করেই যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থা করে তোলা হতো, তাহলে হয়তো আজ আমরা নতুন একটি বাংলাদেশে থাকতাম।

