এ যেনো ট্রেন্ড!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমান পরিস্থিতির কথা যদি বলতে যাই। তাহলে সত্যি খুব অবাক লাগে। কারণ বর্তমান পরিস্থিতি যতো দিন যাচ্ছে, ততো এতো বেশি খারাপের দিকে চলে যাচ্ছে যে সে বিষয়গুলো নিয়ে কথা বলতে পর্যন্ত ভয় লাগে। এমনকি বর্তমানে আমার এমন একটা অবস্থা হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার স্ক্রল করতে পর্যন্ত একটু অস্বাভাবিক লাগে। তার কারণ হলো, আসলে আমরা যতো বেশি স্ক্রল করছি। অর্থাৎ আমি যদি নিজের কথা বলি। তবে যতো বেশি স্ক্রল করছি, ততো বেশি যেনো দুঃসংবাদ চোখের সামনে চলে আসছে।

বিশেষ করে বলতে বাধা নেই কিংবা আসলে বলে আমি যে একটু লজ্জা পাবো, সেটাও নেই। কারণ যেটা চোখের সামনে ঘটছে। সেটা যদি মানুষ ঘটাতে পারে। তাহলে আমার মনে হয় আমার কথা বলতে লজ্জা লাগার কথা নয়। আর বিষয়টি হলো বর্তমানে ধর্ষণ করা যেনো একেবারে একটা ট্রেন্ড হিসেবে চালু হয়ে গিয়েছে। কারণ আমি হলফ করে বলতে পারি যে, আপনি প্রতিটি স্ক্রলেই এখন বর্তমানে এই ধরনের নিউজ পাবেন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি কতোটা খারাপ হলে আমরা প্রতিটি স্ক্রলের মধ্যেই ধর্ষণের শিকার হওয়ার ঘটনা শুনতে পারছি! এবং তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা হলো, সেই ঘটনাগুলোর আবার কোনো বিচার হচ্ছে না।

আমি জানিনা এভাবে কোনো সমাজ চলতে পারে কিনা কিংবা এভাবে আসলে ট্রেন্ড ফলো করে ধর্ষণ করার মতোন এতো বড় অপরাধ কিংবা সর্বোচ্চ অপরাধ করা যায় কিনা! কারণ আমাদের সমাজ যদি কিংবা আমাদের আইন ব্যবস্থা যদি এই মানুষগুলোকে শাস্তি দিতো।তাহলে কিন্তু এই মানুষগুলো কখনোই এই ধরনের জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ করার সাহস পেতো না। এই ব্যাপারটি বর্তমানে এই কারণেই ট্রেন্ড হিসেবে চালু হয়েছে। তার কারণ হলো আমাদের আইন ব্যবস্থা নেই বললেই চলে। তাই আমার মনে হয় এটা নিয়ে আমাদের সকলের নিজেদের ব্যক্তিগতভাবে সোচ্চার হওয়া উচিত। এই বিষয়টি থেকে নিরাপদে থাকা উচিত। কারণ বর্তমানে আইন ব্যবস্থা এমন যে, নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 113366.17
ETH 4160.90
SBD 0.86