নিজের উপর বিশ্বাস বাড়ান


man-5640540_1920.jpg

Source

আমাদের এই সমাজ ছোটবেলা থেকেই আমাদের মাথায় বিভিন্ন ধরনের বিষয়বস্তু ঢুকিয়ে দিয়েছে। যেমন বড় হয়ে ভালো একটি চাকরি বা ব্যবসা করে নিজের পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হবে। এই বিষয়গুলো সব কিছুই ঠিক আছে তবে ছোটবেলা থেকেই আমাদেরকে বিভিন্ন ভয় দেখানো হয়। যার মাধ্যমে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিংবা নিজ উদ্যোগে কোন কিছু করতে আমরা ভয় পাই। আপনার আমরা সবসময় চেষ্টা করি পড়াশোনা করে ভালো একটা চাকরি গ্রহণ করার অর্থাৎ ডিজিটাল দাসত্ব পাওয়ার।

আবার যারা নিজের উদ্যোগে ভালো কিছু করতে চায় কিংবা তার কোন বিজনেস শুরু করতে চায় তখন সমাজ থেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা আসতে থাকে। গ্রাজুয়েশন করে এত ছোট কাজ করলে মানুষ কি বলবে? এলাকায় মান সম্মান থাকবে না, সমাজ আমাদেরকে ছোট বলবে। এসব বিষয়গুলোর কারণে অনেক অনেক তরুণ তরুণেরা নিজের উদ্যোগে কোন কিছু করতেও ভয় পায়। এই সমাজটা এখন এরকম হয়ে গেছে যে সমাজের দায়িত্ব ছিল আমাদের শেখানো কোন কাজই ছোট নয় কিন্তু বর্তমানে তার উল্টো হচ্ছে।

যদি সমাজ ব্যবস্থা এরকম হয় তাহলে যারা উদ্যোগ গ্রহণ করছে নিজের জন্য কিছু করার চেষ্টা করছে। সে ক্ষেত্রে আমাদের উচিত নিজেদের বিশ্বাস বাড়ানো নিজের উপরে বিশ্বাস গ্রহণ করা যে, আমি এই কাজটি করতে পারব। আমার দ্বারা সম্ভব সমাজ কিংবা যেকোনো মানুষ যাই বলুক না কেন আপনি যদি সৎ পথে থাকেন এবং ভালো কাজ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সেই বিষয়ে সাকসেস হবেন বলে আমি মনে করি। আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 109886.57
ETH 3850.67
USDT 1.00
SBD 0.60