শিশুরা দেখে শিখে, তাই পরিবারে বাবা-মায়ের সম্পর্কই তাদের প্রথম শিক্ষা।


kid-3326960_1920.png

Source

বর্তমানে আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, এইতো গত দুদিন আগেই একটি নিউজে দেখলাম আমাদের দেশের চাঁদপুর অঞ্চলে গড়ে প্রতিদিন প্রায় ২১ টি করে ডিভোর্স অর্থাৎ তালাক রেজিস্ট্রি ফাইল হচ্ছে। এর পিছনের বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজের ব্যাপক প্রভাব ফেলে। সেই সকল সন্তানেরা অনেকটাই অসচ্ছলতার জীবন এবং জীবনের ঝুঁকি নিয়ে বড় হয়ে ওঠে।

একটি শিশু যখন পৃথিবীতে আসে সে সর্বপ্রথম তার মা-বাবাকে দেখে। তার মা-বাবার একে অপরের প্রতি সম্পর্ক কি রকম তাদের কথাবার্তা কি রকম তাদের মনোমালিন্যতা কিংবা ঝগড়াঝাঁটি হচ্ছে কিনা এসব কিছুই কিন্তু একটি শিশুর জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এই বিষয়টা বর্তমানে সাইন্টিফিক ভাবেও প্রমাণিত হয়েছে তাই শিশুদের সামনে অন্ততপক্ষে ঝগড়াঝাঁটি করবেন না বরঞ্চ শিশুদের সামনে আরও শিক্ষণীয় কাজগুলো করার চেষ্টা করবেন কারণ শিশুরা দেখেই শেখে।

বর্তমানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর সারা মাঝে যে ঝগড়া বিভেদ এগুলো দিনদিন কেন জানি বেড়েই চলেছে। এরা প্রকৃত অর্থে কারণ কি সেটা আসলে আমার বোধগম্য হয় না। আবার কিছু কিছু জায়গায় বেশি কিছু সমস্যা দেখা যায় যেগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিভিন্ন ধরনের নারীরা প্রতিবাদ শুরু করে। তাই সেই বিষয়ে আর কথা বললাম না শুধুমাত্র এতোটুকুই বলবো, আমরা যা করি শিশুরা কিন্তু সেটাই শেখে তাই অন্তত পক্ষেই আমরা শিশুদের সামনে ভালো ব্যবহার করব, শিশুদেরকে নৈতিক শিক্ষা গ্রহণে সাহায্য করবো এবং সে যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে, সেই স্বপ্ন দেখার এই প্রবণতা গুলোকে তার মাঝে ঢুকিয়ে দিতে হবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 113017.58
ETH 4194.78
USDT 1.00
SBD 0.86