অভিযোগ যেখানে বস্তাপঁচা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা আমাদের প্রিয় মানুষগুলোর কাছে সবসময় যে কোনো রকম অভিযোগ কিংবা অভিমান সবকিছু করে থাকি। একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে, আমরা আমাদের প্রিয় মানুষগুলোর কাছে কিন্তু আমাদের সকল অভিমানগুলো দেখাই।আমাদের সকল লুকানো আনন্দগুলো তাদের সাথে শেয়ার করি। তাছাড়া কিন্তু সকলের সাথে আমরা কখনোই আমাদের অনুভূতিগুলো বিশেষ করে স্পেশাল অনুভূতিগুলো শেয়ার করি না।
কিন্তু দুঃখের বিষয় হলো মাঝেমধ্যে আসলে দেখা যায় যে যে জায়গাগুলোতে আসলে আমরা ভাবি যে আমাদের খুব নিজের। সেই জায়গাগুলোই কি করে যেনো খুব একটা অচেনা হয়ে যায়। অর্থাৎ এতোটাই অচেনা হয়ে যায় যে, সেই জায়গাগুলোকে যেনো আর কোনো ভাবে চেনা যায় না। আসলে তখন বড্ড অসহায় লাগে, বড্ড অবাক লাগে। কারণ অভিযোগ করার মতন একটা স্বাচ্ছন্দ বোধ ছিলো, সেই জায়গাটি যেনো কেমন করে বদলে যায়। আর ঠিক তার সাথে সাথেই বদলে যায় আমাদের ওই অভিযোগ করার আকাঙ্ক্ষা ও।
আসলে মানুষগুলো যখন বদলে যায়। অর্থাৎ প্রিয় মানুষগুলো যখন বদলে যায়। তখন আসলে অভিযোগগুলো অনেকটা বস্তা পচার মতন হয়ে যায়। অর্থাৎ আপনাকে হয়তো অভিযোগ করা হবে ঠিকই। কিন্তু আপনার শুনতে বিরক্ত লাগবে। অর্থাৎ যে অভিযোগগুলো একটা সময় আপনি খুব মনোযোগ সহকারে শুনতেন। সেই অভিযোগগুলোই যখন একটা সময় মনে হবে যে আসলে বিরক্তিকর কিংবা সময় অপচয় এর। তখনই বুঝে নিতে হবে যে আপনি আর ওই মানুষটিকে ভালোবাসেন না এবং ভালবাসেন না বলেই আসলে আপনার কাছে সেই ব্যাপারগুলো বিরক্তিকর মনে হচ্ছে।

