জীবন সত্য


truth-3641636_1920.jpg

Source

প্রথমেই একটু আমরা অতীতের দিকে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, যখন আমরা ছোট ছিলাম। তখন আমাদের মা-বাবাকে বড় ভাই বা বোন আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিত। সেই উপদেশগুলো সেই সময় আমাদের কাছে হাস্যকর বলে মনে হতো, মাঝেমধ্যে আমরা রাগান্বিত হয়ে যেতাম তাদের কথাবার্তা শুনে। কিন্তু যখন আমরা নিজেই বড় হই তখন কিন্তু সেই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি। তারা যেসব উপদেশ আমাদেরকে দিয়েছিল যে সব কথা বলেছিল সেটাই আমাদের জন্য সঠিক ছিল।

কিন্তু সেই সময়ে আমাদের কাছে সেই বিষয়গুলো অনেকটাই কল্পনাতীত লাগতো। অনেকটাই হাস্যকর বলে মনে হতো। এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। যখন আমরা ছোট থাকব অন্যের কথা শুনতে খুব একটা বেশি ভালো লাগবে না। যখন আমরা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো যখন আমরা বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হবো। তখনই শুধুমাত্র তাদের কথাগুলো আমাদের কানে ভাসে উঠবে এবং সেটাই হয়ে থাকে বর্তমান সমাজে।

তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো আমরা যারা এখনো ছোট রয়েছি এখনো আমরা শিক্ষানবিশ কালে রয়েছি, কলেজে কিংবা ভার্সিটিতে রয়েছি। আমাদের মা-বাবা কিংবা বড় ভাই বা বোন যা যা পরামর্শ দেয় সেগুলোকে বাস্তবতার সাথে মিল রেখে একটু বোঝার চেষ্টা করি এবং সেই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি। হয়তো আপনার ভালোর জন্যই সবাই এই কথা বলছে। কিন্তু আপনি হয়তো এই সময়টাতে সেই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারছেন না। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত বেশি জরুরী তাহলেই আমরা একটি শক্তিশালী প্রজন্ম তৈরি করতে পারব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 107621.13
ETH 3924.14
USDT 1.00
SBD 0.59