কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলবেন


trust-440224_1920.jpg

Source

আত্মবিশ্বাস একটি এমন বিষয় যেখানে পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে থাকে এবং আপনি যদি মনে করেন আপনার দ্বারা একটি কাজ করা সম্ভব তাহলেই সেটি আত্মবিশ্বাস। তবে আত্মবিশ্বাস এবং অহংকার এর মধ্যে খুব একটি বেশি পার্থক্য নেই। এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনি আত্মবিশ্বাসী হন তাতে কোন সমস্যা নেই, তবে কাউকে ছোট করে কোন কথা বলা যাবে না। সেখানেই অহংকারের পরিচয় উন্মাচিত হয়।

আত্মবিশ্বাসী হওয়ার জন্য আগে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং নিজের স্কিল ডেভেলপমেন্ট এর উপরে কাজ করতে হবে। আমরা মানুষ, আমরা প্রত্যেকটি মানুষেই যে সব কাজে পারদর্শী হবো তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজে পারদর্শী থাকে। আপনি কোন বিষয়ে সব থেকে ভালো বোঝেন কোন বিষয়ে সব থেকে ভালো করতে পারেন সেই বিষয়টা শুধুমাত্র আপনি জানেন। সেই বিষয়টা আইডেন্টিফাই করে সেই বিষয়ের উপরে আরো কাজ করুন এবং নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন।

বড় ছোট সবাইকে সম্মান এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করুন। দেখবেন আপনিও মনের দিক থেকে অনেকটা ভালো থাকবেন। যখন আপনি কোন কাজকে নিজের মনের মতো করে করবেন এবং নিজের মনের মত করে একটি ফলাফল তৈরি করতে পারবেন। তখনই সেটা আপনার আত্মবিশ্বাসের হবে। এটা কিন্তু শুধুমাত্র করা সম্ভব নিজের কাজের প্রতি ভালবাসার মাধ্যমে। আপনার কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনি সেই বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে আমার মনে হয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108611.68
ETH 3889.06
USDT 1.00
SBD 0.59