আর্ট পোস্ট - 💦 " প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং “

in আমার বাংলা ব্লগ14 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্যের আর্টঃ


IMG_1181.jpeg

IMG_1178.jpeg

IMG_1178.jpeg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি বিশ্বাস করি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।তাইতো চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে।আজ আমি একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।আর্ট করতে আমি ভীষণ পছন্দ করি।তাই সব সময় চেষ্টা করি আর্ট করার।নানা রকমের আর্ট করতে অনেকবেশি ভালো লাগে আমার।তবে বেশি ভালো লাগে যেকোন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করতে।যদিও আর্টের কোন অভিজ্ঞতা আমার নেই।তবে প্রতিনিয়ত চেষ্টা করি পেইন্টিং করার।আপনার সাপোর্ট করেন বিধায় চেষ্টা করে যাওয়া।সবুজ প্রকৃতি,গাছ,সবুজ বন দেখতে কার না ভালো লাগে বলেন তো ! যেহেতু শহরের এই ইট,বালি ,পাথরের মধ্যে সেই প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ নেই,তাই চেষ্টা করলাম এমন একটি পেইন্টিং আপনাদের মাঝে তুলে ধরার।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার পেইন্টিং করার সার্থকতা।

আসুন,বন্ধুরা আগে দেখি এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.এ্যাক্রেলিক কালার
৩.তুলি

IMG_1167.jpeg

ধাপ-১


IMG_1168.jpeg

প্রথমে আমি নীল ও সাদ রং দিয়ে আকাশ এঁকে নিলাম।

ধাপ-২


IMG_1170.jpeg

এরপর আমি বেশ কিছু রং দিয়ে সবটা এঁকে নিলাম।

ধাপ-৩


IMG_1172.jpeg

এরপর আমি সাদা রং দিয়ে চাঁদ এঁকে নিলাম।

ধাপ-৪


IMG_1173.jpeg

IMG_1178.jpeg

এরপর আমি গাছ ও ঘাস এঁকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার পেইন্টিং করা শেষ হল।কেমন লাগলো বন্ধুরা? অব্যশই কমেন্ট করে জানাবেন।আপনাদের অনুপ্রেরনায় আমি অনেক বেশি অনুপ্রাণিত হই।

উপস্থাপনা


IMG_1180.jpeg

IMG_1178.jpeg

IMG_1177.jpeg

IMG_1176.jpeg

ডিভাইস -আই প্যাড

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg

Sort:  
 14 days ago 

খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন আপনি। প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করতে এবং দেখতে ভালই লাগে। কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 14 days ago 

আজ আপনি অসাধারণ একটি পেইন্টিং তুলে ধরেছেন আপু আপনার শেয়ার করা পেইন্টিং টা দেখে খুবই মুগ্ধ হলাম। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 13 days ago 

প্রকৃতি বরাবরই আমার কাছে ভালো লাগার কারণ। সবুজ প্রকৃতি গাছ গাছালির দারুন একটি দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার পেইন্টিং টি একদম নিখুঁত এবং পরিষ্কার হয়েছে। দেখেও চমৎকার দেখাচ্ছে আপু। এরকম দৃষ্টিনন্দন একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্ট গুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে অনেক কিছুই এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। চেষ্টা করতে থাকলে আরো ভালো পেইন্টিং করতে পারবেন আপনি।

 12 days ago 

প্রাকৃতিক দৃশ্যের এই পেইন্টিং খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি পেইন্টিং দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে আর্ট তৈরি করার ধাপগুলো আপনি খুবই সুন্দর আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110661.82
ETH 4298.00
USDT 1.00
SBD 0.82