আর্ট পোস্ট - 💦 " একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং “

in আমার বাংলা ব্লগ13 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং:


IMG_1273.jpeg

IMG_1275.jpeg

IMG_1277.jpeg

বন্ধুরা,আজ আবার হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেব একটি আর্ট পোস্ট।আর্ট করতে আমি সব সময় ভীষণ পছন্দ করি।কখনও রংতুলি দিয়ে আর্ট করি ,কখনও বা কালো কলম দিয়ে আর্ট করি।সময় সুযোগ হলেই যেকোন ধরনের আর্ট আমি করতে পছন্দ করি।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর প্রাকৃতিক পেইন্টিং নিয়ে।প্রকৃতি আমার সব সময় প্রিয়।সবুজ অরণ্য সব সময় আমার মনকে কেড়ে নেয়।সবুজ প্রকৃতির মাঝে থাকতে না পারলেও সব সময় চেষ্টা করি আর্টের মধ্যে দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে।এতেও কিন্তু এক ধরনের শান্তি পাওয়া যায়।আজকের আর্টটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি সব সময় চেষ্টা করি আর্ট করতে।সময় সুযোগ হলেই আমি কিন্তু আর্ট কিংবা কোন ডাই করতে বসে পরি।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে।আসুন বন্ধুরা আজকের এই আর্টটি করতে আমার কী কী উপকরণ লেগেছে তা আগে দেখে নেই—-

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২. রং ও রংতুলি

IMG_1256.jpeg

ধাপ-১


IMG_1257.jpeg

প্রথমে আমি পথের শেপ নিয়ে কালার করে নিলাম।

ধাপ-২


IMG_1258.jpeg

এরপর দুই পাশে সবুজ মাঠ বুঝাতে সবুজ রং করে নীল।

ধাপ-৩


IMG_1263.jpeg

এরপর উপরের দিকে পাহাড় এঁকে নিলাম।

ধাপ-৪


IMG_1265.jpeg

এবার গাছ আঁকার জন্য কালো রং দিয়ে গাছের শেপ দিয়ে দিলাম।

ধাপ-৫


IMG_1266.jpeg

IMG_1272.jpeg

এবার আমি গাছে কিছু লাল রঙের ফুল এঁকে নিলাম।এরপর গাছের রং করে নিয়ে আজকের মতো আর্টটি আমি শেষ করলাম।কেমন হলো বলেন তো ?

উপস্থাপনা


IMG_1275.jpeg

IMG_1271.jpeg

IMG_1277.jpeg

IMG_1274.jpeg

ডিভাইস -আই প্যাড

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_1215.webp

Sort:  
 13 days ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 13 days ago 

পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো করতে অনেক বেশি ভালো লাগে। এই ধরনের পেইন্টিং গুলো আমার অনেক পছন্দ। আজ আপনি খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেইন্টিং টি দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 13 days ago 

সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনি করেছেন। ভীষণ সুন্দর রং এর ব্যবহার করেছেন যার কারণে দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ।

 12 days ago 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।

 12 days ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 11 days ago 

খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করেছেন তার মধ্যে ডিজাইনগুলো যেভাবে সুন্দরভাবে দিয়েছেন৷ তার পাশাপাশি এখানে রঙের সংমিশ্রণ খুব সুন্দর হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111554.62
ETH 4304.61
SBD 0.85