রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩০
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
এই গরমে জীবনযাত্রা কেমন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মধ্যে মাঝে মাঝে কারেন্ট চলে যাওয়ায় খুব একটা বাজে ব্যাপার দেখা যাচ্ছে। এই গরমের মধ্যে কোন কাজ করতেও ভালো লাগছে না। ভেবেছিলাম আজকের পোস্টে কোন বিষয় সম্পর্কে লিখে শেয়ার করব কিন্তু কোন কিছু লিখতে ইচ্ছা করলো না। পরে অনেক ভেবে দেখলাম ম্যান্ডেলা আর্ট করতে আমি যখন এত বেশি পছন্দ করি তাহলে আজ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করি। আমি মোটামুটি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ম্যান্ডেলা আর্ট করে তোমাদের সবার সাথে শেয়ার করার। তোমাদের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছি।আমাদের কমিউনিটিতে আমি সবথেকে বেশি শেয়ার করেছি বৃত্তাকার রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন । আজ বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করে ম্যান্ডেলার চিত্র টি অঙ্কন করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে ম্যান্ডেলা চিত্রাংকনের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো কলম এবং স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
প্রথম ধাপ
প্রথমে কালো কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং পরে তার মধ্যে একটি চতুর্ভুজও অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এইবার চতুর্ভুজের চার কোনা থেকে বেশ কিছু দাগ টেনে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
তৃতীয় ধাপ
চতুর্ভুজের মধ্যের যে অংশে দাগ টানা হয়নি তার মধ্যে কলমের সাহায্যে আরো কিছু দাগ টেনে নিলাম এবং বাকি অংশে ফুলের মত ডিজাইন করে স্কেচ পেনের সাহায্যে তার মধ্যে রং করে নিলাম।
![]() | ![]() |
---|
চতুর্থ ধাপ
চতুর্ভুজ এর বাইরে বৃত্তের যে অংশগুলো রয়েছে তার মধ্যে প্রথমে কলমের সাহায্যে ডিজাইন করে নিলাম, পরে তার মধ্যে স্কেচ পেনের সাহায্যে রঙ করে নিলাম।
পঞ্চম ধাপ
ম্যান্ডেলার চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
![]() | ![]() |
---|
ষষ্ঠ ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
ম্যান্ডেলা আর্ট মানে দক্ষতা পরিশ্রম ও সময়ের সমন্বয়। আর সব টুকু এক সাথ করেই কিন্তু সুন্দর ম্যান্ডেলা ফুটিয়ে তোলা সম্ভব। আপনার ম্যান্ডেলা খুব চমৎকার হয়েছে এবং কালারিং হওয়াতে বেশি ফুটে উঠেছে ধন্যবাদ।
সেটা তো অবশ্যই ঠিক কথা ভাই আর্ট করতে গেলে পরিশ্রম এবং দক্ষতা দুটোরই প্রয়োজন। যাই হোক এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
দেখতে দেখতে আপনার রঙিন ম্যান্ডেলার চিত্র 30 নম্বর হয়ে গিয়েছে। আপনার ম্যান্ডেলার প্রত্যেকটি চিত্রই আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর একটা চিত্র এক এক রকম একটার সাথে একটা মেলেই না, কোথাও না কোথাও একটু পার্থক্য পাওয়াই যায়। আর রঙিন করার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে।
বিগত প্রায় দশ মাস ধরে এই রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো বিভিন্ন সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ আপু চেষ্টা করেছি সব সময় ম্যান্ডেলা আর্ট গুলোর মধ্যে ভিন্নতা আনার। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের এই দিকে তো কারেন্ট থাকে না বললেই চলে। যদি আধাঘন্টা কারেন্ট থাকে তাহলে দুই তিন ঘন্টার মত থাকে না। কিছুক্ষণ পরপর শুধু এরকম করে। জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে এই গরমের কারণে। ঠিকমতো কোন কাজ করতে ও পারছি না। যাইহোক আপনি কিন্তু খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার ম্যান্ডেলা আর্ট। রঙিন ম্যান্ডেলা আর্ট হওয়ার কারণে একটু বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হয়।
এই গরমে আমাদের সবারই কমবেশি ভোগান্তি হচ্ছে। মোটামুটি ভাবে আরো এক মাসের মত এই গরমের তীব্রতা সবাইকে সহ্য করতে হবে। যাই হোক আপু আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্টগুলো দেখতে বেশ ভালো লাগে।আপনার আঁকা রঙিন ম্যান্ডেলাটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। সময় নিয়ে খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন।কালার করাতে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টগুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। এত সুন্দর ভাবে আমার আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আপনি খুব চমৎকারভাবে রঙিন ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। যাক শুনে ভালো লাগলো আপনি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডেলা পোস্ট করার চেষ্টা করেন। সত্যি বলতে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আমি নিজেও মাঝেমধ্যে ম্যান্ডেলা আর্ট করে থাকি। তবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে ম্যান্ডেলা চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।
মোটামুটি ভাবে প্রতি সপ্তাহে আপু চেষ্টা করি একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার । আপনিও মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করেন জেনে অনেক ভালো লাগলো আপু।
অনেক সুন্দর একটি রঙিন ম্যান্ডেল আর্ট করেছেন। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আজকেরটাও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার শেয়ার করা রঙিন ম্যান্ডেলা আর্টগুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রচন্ড গরমে সত্যিই জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছুই করতে ভালো লাগছে না গরমে। তা সত্ত্বেও, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একটি সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। বৃত্তের ভিতরে চতুর্ভুজ এঁকে ,সুন্দর ডিজাইন করে ম্যান্ডেলা আর্টটি প্রতিটি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল।
এই গরমে ছটফট করা ছাড়া আর অন্য কোন পথ খুঁজে পাচ্ছি না । এমন বাজে পরিস্থিতি আরো কিছুদিন ধরে সহ্য করতে হবে। যাই হোক দিদি আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে দারুন লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ভাই আপনার নামের সাথে তো অংকনের মিল রয়েছে দেখছি। রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার রঙিন ম্যান্ডেলার আর্ট দেখতে খুব ভালো লাগে আমার। আশা করি সামনেও সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখতে পাবো আপনার কাছ থেকে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন নিজের নামের সাথে মিল রেখেই অংকনটির নাম করেছি। চেষ্টা করব ভাই সামনের দিনগুলোতেও সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে শেয়ার করার।