সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে কেউ ভালো আছেন। আবার কেউ আছেন দূর্ভোগ এ আছেন। বৃষ্টিময় ওয়েদার এর সুফল কুফল দুইটাই আছে। তবে আমি সুফল টাই উপভোগ করি বেশি। কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছেনা। তা উপভোগ না করে থাকা যায় নাকি। যদিও অফিসগামী মানুষ দের জন্য এটা খুব দূর্ভোগ এর কারণ। যাক আজ একটি ড্রইং নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে নেই আমি। এবার লেসো টূল দিয়ে গ্রাউন্ড এর পার্ট একে নেই। তারপর সেটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার নতুন কিছু লেয়ার খুলি। তারপর আবারো লেসো টুল ব্যবহার করে অন্য আরেকটি পার্ট এঁকে নেই। তারপর সেটিকে গ্র্যাডিয়েন্ট রং দিয়ে ভরাট করি।
এভাবে নতুন একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার খুলি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটির রঙ বাছাই করি নিজের মতন করে।
এবার নতুন একটি লেয়ার খুলে সেটিতে বিভিন্ন ধরনের ঝোপঝাড় ও গাছ এঁকে দিলাম। এ ক্ষেত্রে কাস্টম ব্রাশ টুল ব্যবহার করেছি।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে আকাশে কিছু সাদা মেঘ মেঘ এঁকে দিলাম।
এবার এলিপ্টিকাল মারকিউ টুল ব্যবহার করে একটি গোলাকার সূর্য এঁকে দেই। তারপর সেটিকে গাছের পিছনে নিয়ে যাই। এতে করে মানাবে ভালো।
এই ধাপে আবারো কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে আকাশে কিছু পাখি এঁকে দিলাম।
এবার ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য এর জন্য একটি হিউ এবং সেচুরেশন লেয়ার খুললাম। তারপর কালার কারেকশন করলাম প্রয়োজন মত। আমার কাছে মনে হলো এটাই পার্ফেক্ট।
তারপর শেষে আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।

আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
ঠিক বলেছেন ভাইয়া এ বৃষ্টিমুখর দিনে মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে যারা কাজ-কর্মে বেশি বাহিরে যায়। আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। গ্রামীন সন্ধ্যা বেলার দৃশ্য গুলো ঠিক এমনই হয়ে থাকে।
হুম একটু কষ্ট হলেও পরিবেশ কিন্তু দারুন ঠান্ডা থাকে এমন দিন গুলোয়।
চমৎকার একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলে প্রকৃতিকে এভাবে নতুন রূপে সাজাতে সত্যিই অনেক ভালো লাগে। তবে দুঃখ একটাই ডিজিটাল আর্ট করতে পারি না। আমি অবশ্যই চেষ্টা করবো রং তুলির মাধ্যমে এই চিত্রটি আর্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অবশ্যই আপু। আমি আপনার আর্ট এর অপেক্ষায় রইলাম। একটু মেনশন দিয়েন আমাকে সেই আর্ট এ।
ডিজিটাল আর্টের মাধ্যমে গ্রামীন সন্ধ্যা বেলার চমৎকার একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন। চিত্রাংকন টি করার প্রতিটি পদ্ধতি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ডিজিটাল আর্ট দেখে মনে হচ্ছে যে আমি একটি ওয়ালমেট দেখছি। যেটা ক্যামেরার মাধ্যমে ফটোগ্রাফি করা হয়েছে। এভাবেই ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।
দোয়া করবেন আপু। যেনো আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি আমি।
সত্যি বলছি ভাই আপনার আজকের এই ডিজিটাল আর্টটা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেকদিন পর আমার মনের মত একটি আর্ট দেখতে পেলাম আপনার মাধ্যমে। সত্যিই অসাধারণ একটি গ্রামীন সন্ধ্যা বেলা দৃশ্য আপনি চমৎকারভাবে পুরোপুরি জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি আপনি ঠিকই বলেছেন বৃষ্টির দিনে এর সুফল এবং কুফল দুইটাই রয়েছে। আসলে ভাই যতই সুফল আর কুফল থাকুক না কেন বৃষ্টি আমাদের প্রয়োজন বৃষ্টি ছাড়া আমরা বাঁচতে পারব না। তাছাড়া প্রকৃতির নিয়মে আমাদের সবকিছুই মেনে নিতে হবে।
আপনাদের মনের মতন আর্ট করতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে ভাইয়া। দোয়া করবেন যেনো এভাবেই এগিয়ে যেতে পারি আপনাদের সাথে।
আপনার মত আমিও সুফল টাইম উপভোগ করি বেশি। আপনি ঠিকই বলেছেন তখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আপনি খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই ডিজিটাল আর্ট করে শেয়ার করার জন্য আমাদের মাঝে।
হ্যা ভাই উপভোগ করতেই তো মজা। এই গরমে এই তো শান্তি।
ওয়াও ভাইয়া চমৎকার লাগছে গ্রামীণ সন্ধ্যা বেলার ডিজিটাল চিত্র অংকন। ধাপে ধাপে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। আপনার ডিজিটাল আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে আপনি এভাবে এগিয়ে যান।
গ্রামীন সন্ধ্যা উপভোগ করার মতন সময়। এমন একটি পরিবেশে সময় কাটানো ভালো লাগে।
ওয়াও অসাধারণ গ্রামীণ সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন করেছেন। দৃশ্যটি প্রথমে আমি মনে করলাম এটি সন্ধ্যেকালের ফটোগ্রাফি। পরে দেখলাম আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগলো আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
হিহি। আসলে যতটা বাস্তব রুপি করা যায় সেই চেস্টা করেছি। বাকিটা আপনারা জনেন। আশা করি ভালো মতই করতে পেরেছি।
গ্রামীণ সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন দেখে আমি অনেক অনেক প্রাণিত হলাম এভাবে যদি দৃশ্য অঙ্কন করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো আপনার দৃশ্যটি দেখে আমি অনেকটাই শিখে নিতে পেরেছি প্রতিটা অসাধারণ ছিল ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করার জন্য অসাধারণ ছিল।
আমার আর্ট এর দ্বারা আপনাকে প্রাণীত করতে পেরে আমি ধন্য ভাই। দোয়া করবেন আমার জন্য যেনো এভাবেই আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।
এভাবে বৃষ্টি হওয়া কারো জন্য সুখের কারো জন্য দুখের। আর আমার জন্য দুটোই। রাতে ঘুমানোর সময় ঝুম বৃষ্টি ভীষণ ভালো লাগে। কিন্তু বৃষ্টি হলে আমার নেটওয়ার্ক একদম থাকে না আর বাহিরে বের হতে ইচ্ছে করে না। 😔🥺
যাইহোক আপনার ডিজিটাল আর্ট ট গুলো আমি লক্ষ্য করি এটিও বেশ ভালো লাগলো ভাইয়া।
একদম আপু। আমার কাছেও দুটোই লাগে। ভালো ও লাগে আবার কর্দমাক্ত রাস্তার জন্য খারাপ ও লাগে।