আর্ট 🎨 : R অক্ষরের ম্যান্ডেলা আর্ট
ABB ৮ জানুয়ারি ২০২৩
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব R অক্ষরের ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে R অক্ষরের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।
আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলাম। প্রতি সপ্তাহে আমি কমপক্ষে একটি ম্যান্ডেলা আর্ট করে থাকি। ম্যান্ডেলা আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি আমার নিজের নামের প্রথম অক্ষরের আর্ট করেছি। নিজের নামের প্রথম অক্ষরকে আমরা সবাই খুব ভালোবাসি। এজন্য নিজের নামের অক্ষরটি আজ আর্ট করেছি। ম্যান্ডেলা আর্ট করতে খুবই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এই কাজটি করা কোনদিনও সম্ভব নয়। আগামী দিনে আরো ভালো সুন্দর আর্ট নিয়ে হাজির হব।
উপকরণ
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি আর্ট খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি R অক্ষর এঁকে নিলাম।
ধাপ 2️⃣
এরপর কালো একটি মার্কার কলম নিলাম। এরপর R অক্ষরটি এঁকে নিলাম খুবই সুন্দর ভাবে।
ধাপ 3️⃣
এরপর অক্ষরটির বাইরের পাশের অংশটির ভেতরের অংশে খুবই সুন্দর একটি ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 4️⃣
এরপর অক্ষর টির নিচের অংশ থেকে বিভিন্ন ধরনের ফুল এঁকে ডিজাইন করতে শুরু করলাম চিকন দেখতে একটি কলম নিয়ে।
ধাপ 5️⃣
এরপর উপরের অংশটি খুবই সুন্দরভাবে বিভিন্ন রকম ফুলের ডিজাইন দিয়ে এঁকে নিলাম যেগুলো দেখতে ভীষণ ভালো দেখাচ্ছিল।
ধাপ 6️⃣
এরপর নিচের অংশটি খুবই সুন্দরভাবে ডিজাইন করে নিলাম ভিতরে একটি ফুল দিয়ে।
শেষ এবং ফাইনাল ধাপ
এভাবেই আমি আমার আজকের ম্যান্ডেলা আর্ট অঙ্কন শেষ করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy









.gif)


আপনি খুব সুন্দর একটি R এর মেন্ডেল আর্ট তৈরি করেছেন।তবে এর সাথে T যোগ করে আর্ট করলে আরো বেশি ভালো লাগতো। আমি কেন আপনাকে T যোগ করতে বলেছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। যেহেতু আপনার নামের প্রথম অক্ষর সেহেতু আপনি যত্ন সহকারেই আর্ট করেছেন দেখেই বুঝতে পারছি। ম্যান্ডেলা পোস্টগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আগে বলতেন তাহলে চেষ্টা করতাম এর সাথে T যোগ করার জন্য। হ্যাঁ ভাই যেহেতু নিজের নামের প্রথম অক্ষর তাই একটু যত্ন সহকারেই আর্ট করেছি। এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ।
https://twitter.com/NARocky4/status/1611927968888258561?t=mKjN2ziJnfrSc95-EDHimg&s=19
মান্ডালা প্রস্তুত করা মানেই ধৈর্যের পরীক্ষা দেওয়া। আপনি অনেক সুন্দর ভাবে ইংরেজিতে R অক্ষরের দারুন মান্ডালা প্রস্তুত করেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।। প্রস্তুতির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
মানুষের পছন্দের কোন শেষ নেই। কখন কার মনে কি ভাল লেগে যায় সেটা কেউ বলতে পারে না। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে R অক্ষরের ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। আর্টটির মাঝে ভাল ভাবে লক্ষ করলে দেখা যায়,বিভিন্ন অংশে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছেন। অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন মানুষের পছন্দের কোন শেষ নেই। ধন্যবাদ এভাবেই সব সময় পাশে থাকবেন।
আপনার R অক্ষরের ম্যান্ডেলা আর্ট দেখে ইতিমতো মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো করতে অনেক ধৈর্য্য সহকারে করতে হয়। আপনার অনেক ধৈর্য্য আছে ভাইয়া। আশাকরি আপনার কাছে থেকে আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
হ্যাঁ ভাই অবশ্যই পাবেন। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর আর্ট শেয়ার করার। ধন্যবাদ। আপনি ও ভালো থাকুন।
R অক্ষর দেখেই ভাবছিলাম যে আপনার নামের প্রথম অক্ষরই ম্যান্ডেলার আর্ট করেছেন। ম্যান্ডেলার আর্টগুলো করতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করেন জেনে ভালো লাগলো। আপনার R লেখাটা সুন্দর হয়েছে। তাছাড়া ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো খুব নিখুত ভাবে করেছেন জন্যই ম্যান্ডেলার আর্টটি দেখতে এত সুন্দর লাগছে।
আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে পাশে থাকার জন্য।
আসসালামু আলাইকুম ভাইয়া। আশাকরি এই শীতে ভাল আছেন। আপনি আজ নিজের নামের প্রথম অক্ষর R এর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন, খুব সুন্দর হয়েছে। এটা ঠিক সবাই সবার নামের প্রথম অক্ষরটিকে খুব ভালোবাসে। আমার ডাক নামের প্রথম অক্ষর ও এই R দিয়েই ভাইয়া। তাই আজকের পোস্টে আমার ও ভাল লাগা একটু বেশি ই আছে। এই ধরনের আর্টে খুব সময় দিতে হয়। আর ধৈর্য নিয়ে আঁকতে হয়।আঁকা সম্পূর্ণ হলে দেখতে বেশ ভালোই লাগে। আপনি ধৈর্য নিয়ে এঁকে খুব সুন্দর একটি ম্যান্ডলা আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন, এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
আপু এত দিন ভালো ছিলাম না। অনেক ঠান্ডা পড়েছে তাই। আজকে কিন্তু খুবই ভালো আছি কারণ আজকে একটু রোদের ছোঁয়া পেয়েছি। যাইহোক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনার আর্ট কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে মন্তব্য করার জন্য।।
R অক্ষরের খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখে মনে হচ্ছে আপনি খুব ধৈয্য ও সময় নিয়ে এটি সম্পূর্ণ করেছেন। আমার কাছে এটি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এটি অংকন করতে এমনিতে অনেক ধৈর্যের এবং সময়ের প্রয়োজন হয়েছে। আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ধন্যবাদ।
জাস্ট অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আঁকতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ঠিকই বলেছেন এটা আঁকতে আমার অনেক সময় লেগেছে। আপনাকেও ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।