আর্ট : ভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট
1️⃣ABB আর্ট আগস্ট 2025 narocky71
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সুন্দর সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো একটু বেশি পছন্দ করি। এইজন্যই তো আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি আর্ট করার জন্য। লেডিবাগ পোকা আমার অনেক বেশি পছন্দের। লাল কালারের লেডিবাগ পোকা গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কালকে আমি হাতে একটু সময় পাওয়ায় আর্ট করার জন্য বসেছিলাম। আর তখনই আমার লেডি বাগ পোকার কথা মাথায় আসে। এইজন্য আমি এরকম একটা আর্ট করার জন্য চেষ্টা করি। নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট গুলো করলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আমি আশা করছি আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট দেখতে আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যান্ডেলা আর্টটি করার ধাপগুলো।
উপকরণ
রং কলম
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি পেন্সিল দিয়ে দুইটি লেডি বাগ পোকা এঁকে নিলাম। এরপর ছোট-বড় কয়েকটি বৃত্ত এঁকে নিলাম কম্পাস আর কলম দিয়ে।
ধাপ 2️⃣
এরপর বৃত্তটার ভিতরে ভিন্ন ভিন্ন রকমের সুন্দর করে কিছু ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 3️⃣
এরপর বৃত্তটার বাহিরে ফুলের পাপড়ি আকৃতির কিছু ডিজাইন এঁকে নিলাম সুন্দর করে।
ধাপ 4️⃣
এরপর একটি লেডিবাগ পোকার মধ্যে ফোঁটা ফোঁটা ডিজাইন এঁকে কিছু অংশ কালো কালার করলাম।
ধাপ 5️⃣
এরপর একই রকম ভাবে আরেকটা লেডি বাগ পোকাও সুন্দর করে এঁকে নিলাম।
ধাপ 6️⃣
এরপর লাল মার্কার কলম দিয়ে লেডি বাগ পোকা গুলার ভেতরে কালার করে নিলাম। এরপর কলম দিয়ে কিছু লাইন এঁকে দিলাম। এভাবেই এই আর্ট শেষ করে নিলাম ।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
আপনার আর্ট করা ম্যান্ডেলা গুলো দেখতে খুবই ভালো লাগে।আজকেও দারুণ একটি ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করছেন।ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় লাগে কিন্তু আর্ট হয়ে গেলে যখন দেখতে খুবই ভালো লাগে তখন আর কিছু মনে হয় না। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার কাছে তো অনেক ভালো লাগে আর্ট করতে।
কালারফুল ভাবে তুমি আজকে অসাধারন একটা ম্যান্ডেলা আর্ট করেছ। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। তুমি অনেক নিখুঁতভাবে এই ম্যান্ডেলা আর্ট করেছ। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম ম্যান্ডেলা আর্ট আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবে।
তোমার কাছে এই আর্টের কালার কম্বিনেশন টা সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো।
আজকে আপনি চমৎকার আর্ট করেছেন। তবে আপনার আর্ট এর মধ্যে চমৎকার ম্যান্ডেলা এবং লেডিবাগ পোকা দেখতে পেলাম। তবে আপনি সব সময় কিন্তু অসাধারণ আর্ট করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি প্রতিনিয়তই চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট গুলো করার জন্য। আমার আর্ট অসাধারন হয়ে থাকে শুনে ভালো লাগলো।
https://x.com/NARocky4/status/1962909328412913939?t=Pjhv-AueDphBy1ZuuAve8g&s=19
সিম্পল আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আর্টের মধ্যে লেডি বাগ পোকা গুলো দেওয়া আরো আকর্ষণীয় লাগছে দেখতে। ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনাকে।
সিম্পল আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।
https://x.com/NARocky4/status/1962909671347585317?t=hTiOP9LCwJVgFTuTvxOECw&s=19
https://x.com/NARocky4/status/1962909671347585317?t=hTiOP9LCwJVgFTuTvxOECw&s=19