সাইনপেন দিয়ে আঁকা: একটি ব্রিজ

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ,আমি খুবই ভালো আছি ।আজ আমি হাজির হয়েছে একটি নতুন অঙ্কন নিয়ে আর তাহলো একটু ব্রিজের ছবি।

একটি শহর বা গ্রামে একটা ব্রিজ দুইটা গ্রাম ,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা এলাকার উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।যা দুইপারের মানুষের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে।

IMG_20221003_215134__01__01.jpg

ডিভাইস : One plus
লোকেশন: ডেমরা

২০০৯ এ আমি জামালপুরে গিয়েছিলাম , জামালপুর আর শেরপুরের মাঝে একটা নদী আছে ,নদীর নাম খুব সম্ভব ব্রাহ্মপুত্র।ওই নদীতে একটা ব্রিজ হয়েছিলো । ব্রিজ উদ্ভোদনের সময় আমি এবং আমার পরিবারের মানুষ গিয়েছিলাম।মনে হয়েছিলো সেদিন বাসায় কোনো মানুষ ছিলো না সব মানুষ ব্রিজ দেখতে চলে আসছে ,লাখো লাখো মানুষের সমারোহ ছিলো ।খবুই ভালো লেগেছিলো ,এমনি অক্টোবর মাসেই উদ্ভাবন হয়েছিলো ,পূজা ও শুরু হয়েছিলো ।খুবই মজার দিন ছিলো সেদিন ।

যাক ,,,এবার আর্টে ফিরে যাই ।ধাপে ধাপে আমার আর্ট এখন দেখবো:
এই অঙ্কনটি করার জন্য আমি একটি অফসেট পেপার, কিছু কালার পেন, পেন্সিল, রাবার, স্কেল নিয়েছি

IMG_20221003_204539__01.jpg
আমি মেক্সিমাম সময় অঙ্কন করার সময় বক্স করে নেয় ,তাহলে আমার কাছে দেখতে ভালো লাগে ।

IMG_20221003_204732__01.jpg

IMG_20221003_205522__01.jpg

IMG_20221003_205920__01.jpg

IMG_20221003_211101__01.jpg

IMG_20221003_211524__01.jpg

IMG_20221003_212520__01__01.jpg

BeautyPlus_20221003215658549_save.jpg
ডিভাইস: Oneplus
লোকেশন: ডেমরা

ছোট বেলায় একবার স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিলো ,ন্যাশনাল পার্ক ,গাজীপুর ।কি একটা কারণে যেনো সেখানে আমাদের ঢুকতে দেয়নি ।পরে প্রধান শিক্ষক কাকে জানি অনেক অনুরোধ করে পাশেই একটা স্পট ছিলো ওখানে নিয়ে যায় ,ঐখানে যেয়ে জানতে পারলাম যে ঐ টা নাকি শুটিং স্পট নায়ক নায়িকারা নাচ করতে আসে ।টিভি তে দেখেছিলাম ঐ স্পট দেখে মনে হলো। ঐ স্পটে এমন একটা ব্রিজ ছিলো বাহারি রংয়ের টাইলস করা ।ওই ব্রিজের উপর আমার অনেক ছবিও ছিলো ,তবে অনেক আগের জন্য খুঁজে পেলাম না ।
ওই ব্রিজের কথা মনে করেই এই ব্রিজের এমন অঙ্কন আঁকা।

কেমন লাগলো ,কমেন্ট করে জানাবেন ।

"ধন্যবাদ"

Sort:  
 3 years ago 

আমারও মনে আছে খুব সম্ভবত ক্লাস ফাইভে বিনিময় বিদ্যানিকেতন থেকে গিয়েছিলাম।যাই হোক ব্রিজটা বেশ সুন্দর হয়েছে। কালার করাতে বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে ব্রিজের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর্টিস্ট টি খুবই নিখুঁত এবং দুর্দান্ত হয়েছে। প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 
গাজীপুরের ন্যাশনাল পার্কের ভিতরের ব্রিজটি যদিও আমি দেখিনি।আপনার সাইনপেন দিয়ে সেই ব্রিজের অনুকরণে চিত্রাংকনটি কিন্তু খুবই সুন্দর লাগছে।যা এককথায় অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে ব্রিজের চিত্রাংকনটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে সাইনপেন দিয়ে আঁকা অসাধারণ একটি ব্রিজ আর্ট করেছেন।ব্রিজ দেখতে আমার কাছে খুব ভালো লাগলো।ব্রিজটির বাইরের অংশ টাইল এর মত করে রং করাতে দেখতে খুব অসাধারণ লাগতেছে। আর বিশেষ করে গাছগুলো দেখতে অসাধারণ লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি সাইন পেন দিয়ে খুবই সুন্দর একটি ব্রিজ অংকন করেছেন। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনি সেই ২০০৯ সালে ব্রাক্ষপুত্র নদীতে গিয়েছিলেন। আজ প্রায় অনেক বছর হয়ে গেছে তবুও আপনি সে কথাগুলো মনে করে আমাদের মাঝে তুলে ধরেছেন। তার সাথে মনমুগ্ধকর একটি ব্রিজ অংকন করেছেন। সত্যি ভীষণ ভালো লাগলো দেখে।

 3 years ago 

ছোট সময় কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম তখন এইরকম দৃশ্য অনেক এঁকেছি। এখনো মনে আছে অনেক প্রাকৃতিক দৃশ্য একে রুমে রেখে দিতাম। সাইন পেন দিয়ে খুবই সুন্দর ভাবে ব্রিজের চিত্রটি অঙ্কন করেছেন।

 3 years ago 

আপনার আর্ট দেখে কি যে বলব বুঝতে পারতেছি না। সামান্য সাইন পেন ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 3 years ago 

সাইনপেন দিয়ে আঁকা: চমৎকার একটি ব্রিজ তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। স্পটে এমন একটা ব্রিজ ছিলো বাহারি রংয়ের টাইলস করা হয়তো হতে পারে আমি তো দেখিনি। তবে আমি আপনার চমৎকার অংকন এর মধ্যে দেখে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110345.33
ETH 3918.75
USDT 1.00
SBD 0.60