আজকে আমি কিছু ফুলের আলোকচিত্র 🌼(10%বেনিফেসিয়ারী লাজুক খ্যাককের জন্য)

হাই আমার প্রিয় ব্লগে আমার বাংলা ব্লগের সকল সদস্যের প্রতি আমার হেমন্তের শুভেচ্ছা রইল।
নমস্কার,
আপনারা সবাই কেমন আছেন?আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে আমার কিছু তোলা ফুলের ছবি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি বন্ধুরা আমার এই ছবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

আলোকচিত্র: ১

ঢোল কলমি ফুল.JPEG
w3w

11.JPEG

w3w

প্রথম আলোক চিএটির ফুলের নাম হচ্ছে ঢোল কলমি ফুলের ছবি।এই ছবিটি আমি একটি পুকুরের পাড় থেকে তুলি ।তবে ফুলটি প্রায় সব জায়গায় পাওয়া যায়।

আলোকচিত্র: ২

রঙ্গনফুললাল.JPEG
w3w

10.JPEG

w3w

এই ফুলের ছবিটির নাম হলো রঙ্গন ফুল।এই ফুলটি নানা রংরের হয়ে থাকে।এই ফুলটি আমি অুফিসে যাওয়ার পথে , আমাদের এলাকায় তেল পাম্পের থেকে তোলা হয়।

আলোকচিত্র: ৩

হাজারি বেলি ফুল.JPEG

w3w

তৃতীয় ফুলের ছবিটি হচ্ছে হাজারি বেলি ফুলের ছবি।এই ফুলটি প্রায় জায়গায় তে পাওয়া যায়।এই ফুলটি দেখেতে অনেক সুন্দর হয় ।এক সাথে অনেক গুলো গুটি গুটি বেলি ফুল ফুটো।

আলোকচিত্র: ৪

8.JPEG

w3w

9.JPEG
w3w

এই ফুলটি নাম হচ্ছে মিনি টগর ফুল।এই ফুলটি প্রায় জায়গায় পাওয়া যায়।এই ফুলটি আমি সকালের শিশির ভেজা অবস্থায় তোলা হয়।ফুলটি দেখতে ভারি মিষ্টি লাগে তাই না ।

আশা করি সকলের কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।সবাই ভালো ও সুস্থ থাকবেন ।ধন্যবাদ

111.jpg

4444.JPG

Sort:  
 4 years ago 

বাহ ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে। বিশেষ করে হাজারি বেলি ফুলের ছবিটি আমার কাছে বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাই আমার ফটোগ্রাফির গুলো আপনার ভালো লাগার জন্য,অনেক ধন্যবাদ ।

 4 years ago 

সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলোই খুবই সুন্দর। সাথে সুন্দরভাবে উপস্থাপন।

ধন্যবাদ ভাইয়া,আমার পোস্টটি পড়ে সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

সুন্দর কিছু শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আবারও ধন্যবাদ জানাই !

 4 years ago 

আগামী দিনের জন্য দোয়া এবং শুভকামনা

আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে দাদা,
আর ফটোগ্রাফি আসলেই খুব ভালো হয়েছে, আমরা চাই আপনি এভাবেই আমাদের সাথে এমন সুন্দর সুন্দর কিছু মুহুর্ত শেয়ার করে। অনেক শুভ কামনা রইলো দাদা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ফুল ও প্রকৃতির একটা অংশ। ফুলের ছবি গুলি দেখতে দুর্দান্ত লাগছে। দারুন ভাবে ক্যামেরা বন্দি করেছেন।ধন্যবাদ।

ঠিক বলছেন দাদা, ফুল হচ্ছে প্রকৃতির একটা বিশাল প্রাকৃতিক সৌর্ন্দয্য ।ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যর জন্য।

 4 years ago 

আপনার পোস্টটি অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

সত্যিসত্যিই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সাথে ফুলগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন।

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপের ফটোগ্রাফি দুর্দান্ত। ফুল আমি অনেক বেশি পছন্দ করি।

ধন্যবাদ আপু ,আপনার সুচিন্তিত মতামতের জন্য।

 4 years ago 

image.png
বিগত পাঁচ থেকে সাত বছর পর আমি এই ফুল টা দেখলাম। আর দেখে খুব ভালো লাগল। এবং মনে স্বস্তি বোধ হচ্ছে। আর যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া,আমার পোস্টটির মাধ্যেমে ফুলটি দেখে স্বস্তি বোধ করছেন।আপনাকে অনেক ধন্যবাদ ।
image.png

 4 years ago 

আপনার প্রত্যেকটি ফুল অনেক সুন্দর। বেশ ভালো লেগেছে আমার কাছে। উপস্থাপনাও ভালো হয়েছে আপনার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া,আপনার সুমন্তব্যর জন্য।

 4 years ago 

অনেকদিন পর ঢোল কলমি ফুল দেখলাম। দেখে ভালই লাগলো। আপনার হাজারী বেলি ফুল, মিনি টগরগুলোর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটি ফুল দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু ,আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 110308.13
ETH 3893.86
USDT 1.00
SBD 0.58