জাতিভেদ

জাতিভেদ

        দেলোয়ার রহমান রাজু

জাতিভেদ হল বড় সমস্যা
এই ধরণীর বুকে,
জাতিভেদ মানুষকে থাকতে দেয়না
ধরণীর বুকে সুখে।

সৃষ্টিকর্তা রয়েছে এই ধরণীতে
মানিতে হবে এই কথা,
তাহার সৃষ্টি সকল মানুষ
ধনি,গরিব আর চাষা।

সকল মানুষই রক্তে মাংশে গড়া
শারীরিক গঠন এক,
তবুও মানুষের মধ্যে যেন
জাতের এক ফারাক।

হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান আর মুসলমান
আর ও অনেক জাতি,
সকলেই মোরা আত্ম অহংকারে
জাতের বড়াই করি।

জাত সমন্ধে গেয়েছেন গান
মানবতামরমী কবি লালন শাহ
বলেছেন তিনি ধরনীর মাঝে
জাতিভেদ দেখলাম না।

জাতিভেদ ডেকে আনে,
ধ্বংস,দুঃখ আর কষ্ট।
বিনা অপরাধে হয় অনেক মানুষের জীবন নষ্ট।

ধরনীর বুকে শান্তি আসিবে তখন
যখন থাকিবে না জাতিভেদ।
মানুষে মানুষে আর জাত নিয়ে
ঝগড়া-বিবাদ করবে না।

সকলে বাস করবে এক সাথে
হয়ে ভাই ভাই।
একসাথে গাইবে গান
জাতিভেদ বলে কিছু নাই।

Sort:  
 4 years ago (edited)

ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য। ছবি দিলে বিষয়টি আরো ফুটে উঠত। বৃহস্পতিবার রাত্রি নয়টা ত্রিশ মিনিটে আমাদের ডিসকর্ড সার্ভারে শো হয় ।আপনি উপস্থিত থাকবেন। এইটা অনুরোধ রইল। আপনার সঙ্গে আমি ভয়েস শো সরাসরি কথা বলতে চাই। ধন্যবাদ।

 4 years ago 

ভালো লিখেছেন কবিতাটি।ধন্যবাদ আপনাকে।

আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110813.12
ETH 3918.73
USDT 1.00
SBD 0.58