জীবনে সুখ কিসে?
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
জীবনে সুখ কিসে এই জিনিসটা ভাবতে ভাবতে আমি প্রায় সময় সন্দিহান হই । আসলে সুখ জিনিসটা এমন যেটা কোনোকিছুর বিনিময়ে পাওয়া যায় না। সুখ জিনিসটা আসলে আত্তিক যেটা আমার কাছে মনে হয় । আপনি যদি মনে করেন আপনি সুখী তাহলেই আপনি সুখী ব্যাস এই ভাবনটাই আপনাকে সুখী করার জন্য যথেষ্ট।
আপনারা হয়তো জানেন আজকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র একটা রাত। এই রাতে বান্দা স্রষ্টার কাছে যা চান তাই নাকি পান। কিন্তু এই যে মানুষের এত চাওয়া পাওয়া তারা কি কখনই আসল জিনিস চায় নাকি কেবল পার্থিব জীবনে সুখী হতে চায়? যাইহোক এসব ব্যাপার আমার আলোচ্য বিষয় না তাই এ ব্যাপারে বেশি কথাও বাড়াতে চাই না।
বর্তমানে সুখ জিনিসটা আমাদের কাছে বড়ই অধরা। আর অধরা থাকার পিছনে দায়ী আমরা নিজেরাই কারণ আমরা সাধ্যের মধ্যে কখনোই সন্তুষ্ট হতে থাকতে পারি না। দিনশেষে শুধু আফোসস করি আর বলি আমার একটা ভালো চাকরি নাই,ভালো গাড়ি নাই,বাড়ি নাই শুধু নাই আর নাই। আর এই না পাওয়ার তাড়না আমাদের দৌড়ে নিয়ে বেড়াচ্ছে আরো পাওয়ার আশায় আর ঠিক এভাবেই সুখের নাগাল থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমরা । এর পিছনের কারণ হিসেবে আমি দায়ী করি এই সম্রজ্যবাদি সমাজ ব্যাবস্থা।এই সমাজ ব্যবস্থায় আমরা শুধু তাদেরকেই ফলো করি যারা এই সমাজে আমাদের থেকে ভালো অবস্থানে আছে আর তাদের মত হতে চাওয়ার প্রবণতাই আমাদেরকে দিন দিন অসুখী করে তুলছে। হতাশার সাগরে দুবাচ্ছে এবং আরো চাওয়ার পাওয়ার প্রবণতা তৈরি করছে মনের মধ্যে। ঠিক এর বিপরীতে এদের চেয়ে যারা নিচে অবস্থান করছে তাদের দেখে যদি আমরা তৃপ্ত হতাম তবে বলেই যায় র সুখী মানুষ। কিন্তু না আমাদের তো আরো চাই আর এই আরো চাওয়ার প্রবণতাই আমাদেরকে দিন দিন অসুখী করে তুলছে। মনে রাখবেন জীবনে চাওয়া পাওয়া যত বেশি হবে জীবন থেকে সুখের পরিমাণ দিন দিন ততই কমতে থাকবে।
তাই আমার মতে জীবনে অধিক চাওয়ার পাওয়া বাদ দিয়ে জীবনে যা আছে যেমন আছে তাতেই সন্তুষ্ট থাকাই ভালো। সাধ্যের মধ্যে যতটুকু আছে তাতেই উপর ওয়ালার সন্তুষ্টি অর্জন করা উচিত। উচ্চাভিলাসী জীবন যাপন দেখে উচ্চাভিলাসী আখাঙ্খা মনের মধ্যে না পুষে নিজের যতটুকু আছে ততটুকুর মধ্যে থেকে তৃপ্ত থাকুন দেখবেন যে সুখে আছেন।
বাস্তবধর্মী কিছু কথা নিয়ে আজকের পোস্টটি সাজিয়েছেন ভাই। সত্যিই আমরা কি পেলে সুখি হবো আমরা নিজেরাই জানিনা। সারাক্ষণ শুধু নাই আর নাই বলতে বলতে আমরা সত্যিই না পাওয়ার সমুদ্রে হাবুডুবু খাই। যদি আমাদের অল্পতেই তৃপ্তি হতো, তাহলে আমরা হয়তো সুখি হতে পারতাম।