ধারাবাহিকতা।
আজ- ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
প্রকৃতির ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিবর্তনটা আসলে আমাদের মন মানসিকতারা পরিবর্তন ঘটায়। এ দেখবেন যখন প্রকৃতি খুব শান্ত, শীতল এবং মনোরম থাকে তখন আমাদের মনটাও ফুরফুরে থাকে। আর প্রকৃতি যখন বিরূপ আচরণ করে তখন আমাদের মনটাও হয়ে ওঠে বিষন্ন। তাইতো আমি মনে করি প্রকৃতির সাথে সাথে আমাদের মন মানসিকতার প্রভাব ও লক্ষণীয়। প্রকৃতি কখনো একদিনে পরিবর্তন হয় না প্রকৃতি তার পরিবর্তনটা ধীরে ধীরে ঘটায়। এই যেমন শীতের শুরু থেকে একটু একটু করে শীতলতা আসে। এখন এই শীতে শেষের দিকেও কিন্তু শীত একেবারে চলে যায় না বরং ধীরে ধীরে এটি যেতে থাকে। আর প্রকৃতির এই ধীরগতি বা ধারাবাহিকতা টাও আমি মনে করি আমাদের জীবনের জন্য শিক্ষনীয় একটি বিষয়।
আমরা প্রত্যেকটা মানুষ আলাদা এবং ভিন্ন ভিন্ন। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ গুণ রয়েছে। কিছু খারাপ গুন আমরা নিজেরাই নিজে থেকে তৈরি করি আর ভালো গুণগুলো হয়তো আমাদের প্রচেষ্টার মাধ্যমে তা অর্জন করে থাকি। নিজের মধ্যে ভালো কিছু আয়ত্ত করতে হলে অবশ্যই সাধনা করতে হবে। আর যেকোনো কিছু আয়ত্ত করাটা কখনো একদিনে সম্ভব নয়। সময় নিয়ে ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে সেটি অর্জন করা যায়। যেমন ধরুন আপনি কোন নতুন ভাষা শিখবেন। আর এই নতুন ভাষা শিখার জন্য আপনার প্রয়োজন শব্দের অর্থ জানা। এখন একটি ভাষার মধ্যে এত এত শব্দের অর্থ কখনোই আপনি একসাথে আয়তো করতে পারবেন না। আপনি যদি অনেক দীর্ঘ একটি সময় নিয়ে ধীরে ধীরে সেই লক্ষে এগিয়ে যান তাহলে বিষয়টা আপনার কাছে সহজ হয়ে উঠবে। আপনার প্রতিদিন নির্দিষ্ট একটি সংখ্যক শব্দ একেবারে ধারাবাহিকভাবে শিখলেন। আর এ বিষয়টি ধারাবাহিকতায় রাখার ফলে একসময় দেখবেন অনেকগুলো শব্দ আপনার তখন জানা। আর যদি আপনি এমনটা না করে একদিনে অনেকগুলো শব্দ শিখলেন পরের দিন দেখবেন সবই ভুলে গেলেন।
ধরেন ৫০০ পৃষ্ঠার একটি গল্পের বই আপনি এক বসাতে শেষ করে ওঠাটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে পরবে কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে পড়ে রাখেন দেখবেন একসময় সেই বইটি পড়া শেষ হয়ে যাবে।
জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ধারাবাহিকতা গুরুত্ব অপরিসীম। আপনি একদিনে অনেক কিছু না করে প্রতিদিন একটু একটু করে করে দেখুন দেখবেন এক সময় বিশাল একটি পর্যায়ে পৌঁছে যাবে। তাই আমরা সব সময় চেষ্টা করবো নিজেদের মধ্যে ধারাবাহিকতাটা রক্ষা করতে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। সত্যি কথা বলতে আমি ধারাবাহিকতা বলতে বুঝি আমাদের এই পাওয়ার আপ করাকে।এর চেয়ে সুন্দর উদাহরন আমার জানা নেই।বছরের প্রথম থেকে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করার ফলে আমরা কিন্তু আমাদের টার্গেট পূরণে সক্ষম হই।তাই যেকোনো কাজে ধারাবাহিকতা খুবই প্রয়োজন আমাদের জীবনে।
ধারাবাহিকতা যে কোনো সফলতার মূল চাবিকাঠি। ছোট ছোট পদক্ষেপ একসময় বিশাল সাফল্যে পরিণত হয়। ঠিক যেমন নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষতা বাড়ে, তেমনি ধারাবাহিক প্রচেষ্টায় লক্ষ্য অর্জন সহজ হয়।একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন ভাই।
আসলে তীব্র গরমে মন মেজাজ এমনিতেই খারাপ থাকে। কিছুদিন পরেই তো তীব্র গরম শুরু হয়ে যাবে। যাইহোক যেকোনো কাজে ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হয়। তাহলে ভালো কিছু অর্জন করা সম্ভব। দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।