এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে!!

in আমার বাংলা ব্লগ14 days ago

আজ- ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্ত কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000053297.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে চতুর্থ রমজানটা ও শেষ করে ফেললাম। সময়টা আসলে কতটা দ্রুত পার হচ্ছে তা মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। রমজান আসবে এই নিয়ে কত প্রস্তুতি অথচ দেখুন রমজান এসে চারটা রোজাও শেষ হয়ে গেল। জীবনের প্রত্যেকটা জিনিসে আসলে এমনই। সময় কখনো থেমে থাকে না সময় চলতে থাকে সময়ের গতিতে। তাইতো পণ্ডিতরা সময়কে নদীর স্রোতের সাথে তুলনা করেছে।

আমাদের জীবনে আসলেই সময় থেমে থাকে না, সে সময়টা কষ্টের হোক কিংবা আনন্দের যাই হোক না কেন সময়টা পরিবর্তন হবেই। আমাদের আনন্দ মুহূর্তগুলো যেমন পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি আমাদের কষ্টের মুহূর্ত গুলো একসময় শেষ হয়ে যাবে। আর এই জিনিসটাই আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে কোন কষ্টের সাথে মোকাবেলা করতে পারব এবং যে কোন কঠিন পরিস্থিতির সাথে নিজেকে সামলে নিতে পারব।

অনেক আগে আমার নানুর কাছে এক গল্প শুনেছিলাম গল্পটা এমন ছিল যে, এক পন্ডিত সে এক মহারাজকে একটি মূল্যবান বাক্য লিপিবদ্ধ করে রেখে দিয়েছিল আর বলেছে যখনি মহারাজ কোন আনন্দের বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন যেন এই বাক্যটি পড়ে। কিন্তু মহারাজের কাছে পন্ডিতের এই উক্তিটি মনে হল খুবই সাধারণ ।

এরপর সে সেই লিপিটির কথা একেবারে ভুলেই গেল। আর এরই মধ্যে দিয়ে বেশ অনেকগুলো বছর চলে গেল রাজার রাজ্য বেশ ভালোভাবেই চলছিল এবং সেই সুন্দরভাবে তার সময় অতিবাহিত করছিল কিন্তু কোন এক সময় তার রাজ্যে বিপত্তি নেমে আসলো এবং রাজার রাজ্য দখল করে নিল ও তাকে বন্দী করে নিল। এমন অবস্থায় মহারাজ খুবই হতাশ হয়ে পড়লেন। এবং নিজেকে সবকিছু থেকে দমিয়ে রাখলেন। আর এই অবস্থায় মহারাজের মনে পড়ল সেই পন্ডিতের কথা যখন সে তাকে বলেছিল কোন কঠিন পরিস্থিতিতে যেন তার লিপিবদ্ধকৃত লাইনগুলো পড়তে। তখন সে পড়তে লাগলো " এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে "।

আর এই উক্তিটি পড়ে রাজা বিশ্বাস করতে লাগল যে সময় নিশ্চয়ই পরিবর্তন হবে আর এই সময়টা সব সময়ের জন্য থাকবে না। আর এভাবে করে সে আবারো রুখে দাঁড়ালো এবং মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করল এবং সবকিছুর সাথে মোকাবেলা করল। আর এভাবে করে সে তা সব হারানো কিছু ফিরে পেল। এবং সে আবারও তার আগের পর্যায়ে ফিরে আসলো।

রাজার সময় গুলো আনন্দ উল্লাসের সাথে কাটতে লাগলো এবং কোন এক সময় আবারও সেই পণ্ডিতের উক্তিটি পড়তে লাগলো। তখন সে আবারো সচেতন হলো এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মোকাবিলা করা সে শক্তি ও সাহস জোগাড় করল আর এটি ভাবতে থাকল যে , নিশ্চয়ই এই সুখের সময়টাও তার চিরস্থায়ী থাকবে না।

আসলেই ঠিক তাই আমাদের জীবনে কোন কিছুই স্থায়ী নয় সময়গুলোর সাথে সাথে সবকিছুই পরিবর্তন হবে। এবং এই সময়টাও পরিবর্তন হবে। তাই কঠিন সময় গুলোতে কখনো হাল ছাড়া যাবে না। মাথায় রাখতে হবে এ সময়টাও শেষ হয়ে যাবে আর সুখের সময়গুলোতে কখনো খুব উল্লাসী হওয়া যাবে না কেননা তখনও মাথায় রাখতে হবে এই সময়টাও শীঘ্রই ফুরিয়ে যাবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 14 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অনেকদিন যাবত রমজান উপলক্ষে বেশ আয়োজন চলছিল। কিন্তু দেখতে দেখতে চারটা রমজান শেষ হয়ে গেল। আর এভাবে সবটাই শেষ হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের সুখের মুহূর্তগুলোও চিরদিন থাকবে না। আবার দুঃখের মুহূর্তগুলোও চিরদিন থাকবে না। সবকিছুই আমাদের জীবনে আসবে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। খুব ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 14 days ago 

আপনার এই লেখাটি এক গভীর জীবনবোধের প্রতীক। সত্যিই, সময়ের প্রবাহ কখনো থেমে থাকে না, তা সুখের মুহূর্ত হোক বা দুঃখের। যেমন গল্পে মহারাজ বুঝতে পারলেন যে, সব সময়ের মতো কষ্টও একদিন শেষ হবে, আবার সুখের সময়েও যেন আমরা সতর্ক থাকি যে, সুখও স্থায়ী নয়। সময়ের সাথে সাথে জীবনও বদলে যায়, এবং আমাদের উচিত এ পরিবর্তনকে মেনে নিয়ে, কখনো হতাশ না হয়ে, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে জীবন এগিয়ে নিয়ে যাওয়া। জীবন চলার পথে এই উপলব্ধি আমাদের শক্তি ও ধৈর্য যোগায়। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ ভাইয়া।

 14 days ago 

সময়ের প্রবাহ এবং জীবনের অস্থিরতার কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যেমন আপনি বলেছেন, সুখ ও দুঃখ দুটোই সময়ের সাথে পরিবর্তিত হয়, এবং এই পরিবর্তনকে মেনে নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে গ্রহণ করা উচিত। এটি একটি শক্তিশালী বার্তা, যা আমাদের চলমান জীবনে ধৈর্য ও সাহস যোগায়। লেখাটি পড়ে খুব ভালো লাগল।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 14 days ago 

আসলেই ভাই দেখতে দেখতে চারটা রোজা শেষ হয়ে গেলো। এভাবেই পুরো রমজান মাস শেষ হয়ে যাবে। আসলে সময় দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। যাইহোক আমরা সুখে থাকি কিংবা দুঃখে থাকি না কেনো,সময় কিন্তু থেমে নেই। সুতরাং দুঃখের সময়গুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ভাবতে হবে, খুব শীঘ্রই আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। তাহলে জীবনটা একেবারে সহজ হয়ে যাবে। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

আপনি একটি সুন্দর বিষয়ে ব্লগে পোস্ট করে আলোচনা করেছেন। আসলে সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। আর আমরা যেন তার নাগালই পাই না। তাই সুখ হোক বা দুঃখ, সবকিছুই পরিবর্তনশীল। আর পরিবর্তনই কালের নিয়ম। ভালো লাগলো আপনার লেখাটা। যে গল্পটি দিয়ে আপনি উপমা এনেছেন সেটিও ভালো লাগলো।

 13 days ago 

পন্ডিত ঠিকই বলেছে, যে কোন সময় শীঘ্রই ফুরিয়ে যায়। কোন কিছুই স্থায়ী থাকে না। আমার সুখের সময় গুলো যেমন অতিক্রম হয়, ঠিক দুঃখের সময় গুলো ও এমন। সময় স্থীর থাকে না। কারো জন্য অপেক্ষাও করে না।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.030
BTC 83870.39
ETH 2028.98
USDT 1.00
SBD 0.81