আল্লাহ আমাদের কতই না ভালো রেখেছেন
আজ- ১৮ ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত আর নেয়ামত ছড়িয়ে আছে। আমরা অনেক সময় তা খেয়ালই করি না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি প্রতিদিনের সহজ কিছু বিষয়কে তুচ্ছ ভেবে দেখতে। অথচ একটু ভেবে দেখলেই বোঝা যায়, আল্লাহ আমাদের কত অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, আর কতো ভালো রেখেছেন।
প্রথমেই ভাবুন—আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিঃশ্বাস নিতে পেরেছেন। আপনার চোখ আলো দেখেছে, কানে পাখির ডাক শুনতে পেয়েছেন, হাত-পা নড়াতে পেরেছেন। এগুলো সাধারণ মনে হলেও প্রতিটিই বিশাল নেয়ামত। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা এসব সহজ সুবিধা থেকেও বঞ্চিত। কেউ শারীরিকভাবে অক্ষম, কেউ চোখে দেখে না, কেউ আবার বিছানায় শয্যাশায়ী। অথচ আমরা বিনা মূল্যে, প্রতিদিন এগুলো উপভোগ করি। এটি কি আল্লাহর অশেষ রহমত নয়?
আমাদের সুস্থতা, আমাদের দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ—সবই আল্লাহর দান। আমরা খেতে পারি, হাঁটতে পারি, হাসতে পারি, কাজ করতে পারি—এগুলো সবই তাঁর কৃপা। একটু অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মূল্য কত বড়। অথচ সুস্থ থাকলে আমরা তা ভুলে যাই, আল্লাহর শোকর আদায় করতে ভুলে যাই।
পরিবার হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতের একটি। মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান কিংবা কাছের আত্মীয়—এরা আমাদের জীবনের শক্তি। পরিবার আমাদের জন্য ভালোবাসা, যত্ন আর নিরাপত্তা দিয়ে থাকে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একাকী, পরিবারহীন। অথচ আমাদের অনেকের জন্য পরিবারই হলো শান্তির আশ্রয়। এটি আল্লাহর অসীম অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়।
আমাদের জীবনে যত কষ্টই আসুক না কেন, আল্লাহ সবসময় সহজের পথ তৈরি করে দেন। অনেক সময় আমরা ভেবে নিই কোনো সমস্যা আমাদের জন্য কষ্টকর, অন্যায় বা অন্যায্য। কিন্তু পরবর্তীতে বুঝতে পারি সেটিই আসলে আমাদের কল্যাণের জন্য ছিল। কোরআনে আল্লাহ বলেছেন—“হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর।” (সূরা আল-বাকারা, ২:২১৬)। তাই প্রতিটি পরিস্থিতিতেই আল্লাহর রহমত আছে, শুধু তা বোঝার চোখ আমাদের থাকতে হবে।
আল্লাহ আমাদের শুধু দুনিয়ার জন্যই নয়, আখিরাতের শান্তির জন্যও পথ দেখিয়েছেন। তিনি আমাদের কোরআন দিয়েছেন, যা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের জন্য পাঠিয়েছেন রাসূল (সাঃ)-কে, যিনি আমাদের দেখিয়েছেন কিভাবে সঠিকভাবে জীবন যাপন করতে হয়। যদি আমরা তাঁর নির্দেশনা মেনে চলতে পারি, তবে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো।
আল্লাহ আমাদের প্রতিদিন পরীক্ষা করেন। কখনো দেন কষ্ট, কখনো দেন সুখ। কষ্ট দেন আমাদের ধৈর্য শেখানোর জন্য, সুখ দেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আসলে কষ্ট আর সুখ দুটোই আমাদের কল্যাণের জন্য। আমরা যদি ধৈর্য ধরতে শিখি আর সুখে কৃতজ্ঞ হতে পারি, তবে আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠব।
আমরা অনেক সময় শুধু যা পাইনি সেটাই ভাবতে থাকি। অথচ যা পেয়েছি তার দিকে তাকাই না। আমাদের চারপাশে যে বাতাস আছে, যে পানি আছে, যে খাবার প্রতিদিন পাচ্ছি—এসবই আল্লাহর নেয়ামত। আমরা যদি প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর কাছে শোকর আদায় করি, তবে জীবন অনেক শান্তিময় হয়ে উঠবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
এটা অবশ্যই আল্লাহ তায়ালার অশেষ রহমত। তাই সবার উচিত যেকোনো পরিস্থিতিতে আল্লাহ তায়ালার নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করা। এতে করে আল্লাহ তায়ালা আমাদের উপর সন্তুষ্ট হবেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।