বহুদিন পর ঘুরতে গেলাম আবার ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ।
আজ -২৩ য় আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন । বহুদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি । তাই আজ একটু বেরিয়েছিলাম , প্রকৃতির স্বাদ নিতে । আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ে । একটি বাগানের মধ্যে , ক্যাম্পেইন করে , খাবার রান্না করতে ছিলাম । অনেকদিন পর বেশ মজা হল ।
এই জায়গাটি চট্টগ্রাম ইউনিভার্সিটি একবারে শেষ প্রান্তে । আপনারা হয়তো অনেকেই এসেছেন এই জায়গায় । এটি অনেক নিরিবিলি এবং শান্তশিষ্ট প্রকৃতির এক নিরিবিলি আবাসস্থল ।
এটি ভার্সিটির সামনে সাইটের একটি বিল্ডিং, এটা ভালো আবাসিক একটি বিল্ডিং ।
এটা পাহাড়ের একটি ছবি । পাহাড়টি অনেক বড় । আমরা এখানে গিয়েছিলাম ।
পেয়ারা বাগান থেকে মজাদার পাকা পেয়ারা ছেড়ে খেলাম ।
এটা একটি পাহাড়ে গহীন জঙ্গল ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
মাঝে মাঝে এরকম প্রকৃতির সাধ নিতে ঘর থেকে বের হতেই হয়। ক্যাম্পেইন করার জন্য দারুন একটি নিরিবিলি পরিবেশকে বেছে নিয়েছেন। পাহাড় মানেই তো প্রকৃতির এক অনন্য রূপ। সেই সাথে ভার্সিটির পরিবেশ ও বিদ্যমান। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।