সময়ের হিসাব করাটা জরুরী।
আজ- ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
জীবন থেকে প্রতিনিয়ত প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড এভাবেই পার হয়ে যাচ্ছে। আমাদের জীবনটা যেহেতু সীমাবদ্ধ এবং সীমিত তাই জীবন থেকে এক একটা মিনিট চলে যাওয়া মানে আমরা আরো আমাদের বিদায় মুহূর্ত গুলোতে এগিয়ে আশা । জন্ম যেহেতু নিয়েছি মৃত্যুটাও অনিবার্য সত্য। আর এই অনিবার্য সত্যটাকে নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি তাহলে জীবনটা হয়ে উঠবে সুন্দর এবং যেকোনো অন্যায় এবং অবিচার থেকে আমরা নিজেকে সহজেই গুছিয়ে রাখতে পারবো।
কেননা ওই যে আমরা তো জানি যে এখানে আমাদের শেষ নয়, আমাদের আরো একটি জীবন রয়েছে সেই জীবনে অবশ্য সবকিছুর হিসাব হবে। ভালো কর্মের ফলাফল অবশ্যই আমরা পুরষ্কৃত হব এবং মন্দ কর্মের ফলাফলে আমরা শাস্তি ভোগ করব। আর এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে।
যাইহোক সামনে আসছে রমজান। আর রমজান মানেই হচ্ছে আমাদের মুসলিম সমাজে অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। যেখানে আমরা সারাদিন সিয়াম সাধনা করি আল্লাহ সন্তুষ্টির জন্য। সিয়াম সাধনা এটি শুধুমাত্র উপবাস থাকা নয় বরং এটি আমাদেরকে শিক্ষা দেয় নিজেকে সংযত রাখার। যেকোনো অন্যায় কিছু থেকেও।
রমজান মাসটাকে ঘিরে মুসলিম পরিবারে নানা আয়োজনের মেতে উঠে আর এতে আমাদের পরিবার ও ব্যতিক্রম নয়। রমজান আসলে আমাদের বাসায় যেন আলাদা একটি প্রস্তুতি তৈরি হয়ে যায়। আম্মুকে সব সময় দেখি রমজান আসার উপলক্ষে পুরো ঘর একদম পরিষ্কার করে ফেলে খুব ভালোভাবে। এরপর আলাদা করে রমজানের প্রস্তুতি নেওয়া। সবকিছু মিলিয়ে ওই সময়টাতে যেন একটা ভিন্ন রকম আমেজ তৈরি হয়।
রমজানের মূল আকর্ষণ থাকে ইফতারি। সারাদিন রোজা রাখার পর বাহারি রকমের ইফতারিতে যেন জমে ওঠে আমাদের প্রত্যেকের খাবার টেবিল। যে যে সাধ্য মতে সামর্থ্য অনুযায়ী ইফতারির আয়োজনটা করে থাকে। ইফতারিতে তো গতানুগতিক খাবারগুলো রয়েছে, যেমন- ছোলা, খেজুর জিলাপি, বেগুনি, আলুর চপ। অন্যান্য সময় গুলোতে এত ঘটা করে এই খাবার হল না খেলেও রমজান মাসে যেন এগুলো ছাড়া চলে না। তাছাড়া আরো বাহারি রকমের খাবার তো আছেই।
সকলকে আসন্ন রমজান মাসের মোবারক। সকলের জীবনের রমজান মাসটা বরকতময় হয়ে উঠুক। এবং এই মাসটাতে যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের রবের খুব কাছাকাছি যেতে পারি। কেননা পরবর্তী বছরটাতে যে আমরা থাকবো তার কোন নিশ্চয়তা আমাদের নেই। এমনও আছে যারা কিনা গত রমজানে আমাদের সাথে ছিল অথচ এই রমজানে তারা আর নেই।
আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
এভাবেই নিজেদের অজান্তে কিভাবে যেন সময় কেটে যায়। তখন মনে হয় এই কিছুদিন আগে যেন সেই ঘটনাটি ঘটেছে। কিন্তু আসলে দেখতে দেখতে বছরের পর বছর পেরিয়ে যায়। সামনে রমজান মাস আসছে, আপনার প্রতি অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল। সম্পূর্ণ মাস সুন্দর ভাবে অতিক্রান্ত হয়ে খুশির ঈদ ভালো কাটুক।
আপনার লেখাটি পড়ে সত্যিই মন ছুঁয়ে গেল। সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুন্দরভাবে তুলে ধরেছেন। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধির, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। সত্যিই, এই বিশেষ মাসে আমরা যেন আরও বেশি করে আমাদের রবের কাছাকাছি যেতে পারি এবং নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি। পরিবারের সঙ্গে রমজানের প্রস্তুতি, ইফতার আয়োজন সবকিছুই যেন এক অনন্য ভালোবাসার আবহ তৈরি করে। আসন্ন রমজান আমাদের জন্য বরকতময় হোক, এই দোয়া রইলো। সুন্দর ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই,সময়ের হিসাব করাটা অত্যন্ত জরুরী। কারণ আমাদের জীবনটা একেবারেই ছোট। তাই হেলাফেলায় কখনোই সময় নষ্ট করা যাবে না। যাইহোক আগামী কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, আশা করি সমস্ত মুসলিমরা রমজানের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। রমজান মাসে আমাদের সবার উচিত বেশি বেশি নেক আমল করা। যাতে করে মহান আল্লাহ তায়ালা আমাদের উপর সন্তুষ্ট হোন। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।