PUSS Staking. সাপ্তাহ - ৩৮

in আমার বাংলা ব্লগlast month

আজ- ১৩ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল ।


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000052289.png
ছবি: ক্যানভা অ্যাপস এর মাধ্যমে বানানো হয়েছে ।

কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন , আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে PUSS হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি নিজস্ব টোকেন। এই টোকেন টি, শুধুমাত্র একটি মিম টোকেন ই নয় , এটাকে একটি ইউটিলিটি টোকেন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি । আর এই টোকেন টি ভবিষ্যতে যেহেতু ভালো একটা অবস্থানে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে । তাই আমি সিদ্ধান্ত নিয়েছি । প্রতি সপ্তাহে ৫০ টি আর এক্স এ সহপরিমাণ PUSS স্টেকিং করব ।

এই উদ্দেশ্যে , ৩৮ম বারের মতো এই সপ্তাহে , ১০০ TRX সম্পরিমাণ PUSS স্টেকিং শুরু করছি । PUSS স্ট্যাকিংয়ের জন্য আমি ট্রানলিংক ওয়ালেট টি ইউজ করছি । প্রথমের টান লিঙ্ক ওয়ালেটে টিআরএক্স এনে , মার্কেটসে গিয়ে , টিআরএক্স দিয়ে পোস্ট কিনে নিয়েছে । আমার আগে PUSS এর পরিমাণ ছিল ৭৭,৮৪৩ । মার্কেট থেকে) ১০০ TRX সমপরিমাণ PUSS কেনার পর এখন PUSS এর পরিমাণ হলো ৮১,১৮৩। নিচে আমি পোস্টিং এর ধাপগুলো দিলাম। আর টার্গেট , ২০২৬ সালের মধ্যে এক লক্ষ puss staking করা ।

ধাপ :-০১

1000052292.jpg

আমার TRX Wallet Address এর স্ক্রিনশট।

ধাপ :-০২

1000076735.jpg

আমার টিআরএক্স ওয়ালেট এড্রেসে , পূর্বের জমাকৃত PUSS এর পরিমাণ ৭৭,৮৪৩ ।

ধাপ :-০৩

1000076734.jpg

১০০ টি আরএক্স এর সমপরিমাণ PUSS মার্কেট থেকে কিনলাম ।

ধাপ :-০৪

1000076733.jpg

১০০ টি আরএক্স এর PUSS কেনার পর বর্তমানে ওয়লেটে puss হলো ৮১,১৮৩।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Dada can you check my dm on discord

 last month 

আপনি বরাবরের মতো এই সপ্তাহেও পুস স্টেকিং করেছেন এবং এতে করে আপনি সর্বমোট ৮১,১৮৩+ পুস স্টেকিং করে ফেললেন ভাই। পুস কয়েন এর দাম এখন অনেকটাই কম। তাই এখনই সুবর্ণ সুযোগ বেশি বেশি পুস কয়েন কিনে রাখার।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.037
BTC 107628.11
ETH 4386.05
USDT 1.00
SBD 0.83