ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি।
আজ - ১৩ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, বসন্ত-কাল|
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
Device : oneplus 9r
Taken on : 2025
এটি হচ্ছে আনারস গাছের মুকুল। বেশ লাল হয়ে মাঝখান বরাবর ফুটে আছে এই মুকুলটি।

Device : oneplus 9r
Taken on : 2025
কাছে যদি এরকম কিছু তাজা লেবু থাকে তাহলে তার কোন কথাই নেই। যখন তখন লেবুগুলো নেওয়া যায়। এই গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে। আর এটি দেখতেও বেশ ভালো লাগে।

Device : oneplus 9r
Taken on : 2025
সাদা নয়ন তারা এটি। যদিও এখানে রোদের কারণে গাছটা কিছুটা নেতিয়ে আছে। তবে রোদ চলে গেলে গাছটি একেবারে সতেজ এবং তরতাজা হয়ে উঠে।

Device : oneplus 9r
Taken on : 2025
এটি হচ্ছে মাল্টা গাছ। কিছুদিন আগেও এই গেছে বেশ সুন্দর ফুল ধরেছিল তবে সেই গুলো এখন ফলে পরিণত হয়েছে।

Device : oneplus 9r
Taken on : 2025
গোলাপি রঙের এই নয়ন তারা ফুলগুলো আমার কাছে দারুন লাগে। ছাদের অনেকগুলো জায়গায় ফুল গুলো ফুটে আছে।

Device : oneplus 9r
Taken on : 2025
পেঁপে গাছের ফুল এটি।

Device : oneplus 9r
Taken on : 2025
ছাদের সব থেকে আকর্ষণীয় গাছটি হচ্ছে এই আম গাছটি । কেননা এতটা সুন্দরভাবে পুরো গাছে মুকুল ধরে আছে যা যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে।

সকলকে ধন্যবাদ ।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
ছাদ বাগানের অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। কে বলেছে আপনার ফটোগ্রাফির হাত বা ভালো না। আমি তো দেখছি আপনি মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে জাস্ট চমৎকার লাগলো। ফটোগ্রাফি গুলোর দিকে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম।
আপনার ছাদবাগান তো দারুণভাবে পরিচর্যা করে তৈরি করা। বেশ ভালোভাবেই বুঝতে পারছি আপনি বাগানের জন্য অনেকটা সময় ব্যয় করেন, তাই জন্য এত সুন্দর সব কাজ তৈরি হতে পেরেছে। প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে। এত সুন্দর সুন্দর ফল এবং সবজি হয়েছে দেখে মনে হচ্ছে এখনই গিয়ে আপনার বাগানটি নিজের চোখে পরিদর্শন করি। বিশেষ করে আনারসের মুকুলের ছবিটি অসাধারণ লাগছে।
সিজন চেঞ্জ হওয়ার কারণে এখন সবাই অসুস্থ। আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করছি। ছাদ বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে শেয়ার করলেন। সত্যিই এই সিজনে এই সময়ে ছাদ বাগানে বাগান করে নিজেদের চাহিদা মত সবজি উৎপাদন করা খুব একটি কঠিন ব্যাপার। তারপরও সবার এই ধরনের অনুপ্রেরণামূলক কাজগুলো দেখলে খুবই ভালো লাগে। আপনার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো দেখে।
ছাদে বাগান করতে অন্যরকম ভালো লাগে।আমার শ্বশুর বাড়িতেও ছাদে বাগান করেছে বিভিন্ন রকম শাকসবজি ও ফলের গাছ লাগানো হয়েছে। যাইহোক আপনিও দেখছি বেশ কিছু গাছ লাগিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থাকবেন।
এটা ছাদবাগান! আপনি কি করেছেন!! আম পেঁপে মালটা লেবু কোন কিছুই তো বাদ দেয়নি দেখছি! আহারে আমারও যদি একটা এরকম ছাদ থাকতো। মালটা গাছটি টবে হয় বলে আমি জানতাম না। আপনি তো দেখছি টবে লাগিয়ে এবং সেই গাছে ফলও ফলিয়ে ফেলেছেন। ব্রাভো!
আসলেই ওয়েদার পরিবর্তনের কারণে চারিদিকে অসুস্থতার ছড়াছড়ি। যাইহোক ছাঁদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাতে খুব ভালো লাগে। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। বিশেষ করে আনারস গাছের মুকুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কিছুদিন ধরে আপনি জেনারেল রাইটিং পোস্ট করছিলেন। আজকে আপনি অনেক সুন্দর কিছু ছাদের লাগানো সবুজে ঘেরা সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। চেষ্টা করলে সব কিছুই সম্ভব নিজের ছাদটা কেউ অনেক সুন্দর ভাবে সাজানো যায় ।আম গাছের ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আপনি ঠিকই বলেছেন বর্তমান ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রায় প্রত্যেকটা পরিবারেই কমবেশি সবাই অসুস্থ। আপনার ছাদে দেখতেছি ভালোই বাগান তৈরি করেছেন। রঙিন নয়নতারা ফুলটি এবং আমের মুকুলের ফটোটি আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। এরকম দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আনারস গাছের মুকুল কখনও দেখিনি। এই প্রথম। নয়নতারা ফুল টা বেশ দারুণ লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।