রদ্রজ্জ্বল কিছু গাছের ফটোগ্রাফি।
আজ - ২৭ই, ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যাই হোক, আজ সকালের দিকে বাসার সবাই ছাদে উঠেছে মসলাগুলো শুকাতে দেওয়ার জন্য। তো আমি ও ভাবলাম তাদের সাথে ছাদে যাই এবং এই রৌদ্রজ্জ্বল সকালের কিছু ফটোগ্রাফি করে আসি। আসলে ছাদের মাঝে মধ্যে যাওয়া হলেও তা বিকালের দিকে। সকালের দিকে খুব একটা যায় না কারণ তখন প্রচন্ড রোদ থাকে, তবে রোদ উজ্জ্বল ফটোগ্রাফি গুলো কিন্তু সব সময় দারুন হয়।
এটি একটি লাউ গাছ। স্বচ্ছ নীল আকাশের নিচে এই লাউ গাছের পাতা টা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। লাউ গাছের মাচার নিচে থেকে ফটোগ্রাফিটি করা হয়েছে ।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি একটি ক্যাপসিকাম গাছের চারা। পাতাগুলো ঝরে গেলেও ফলটা কিন্তু এখনো ঠিকই রয়ে গিয়েছে। সত্যি বলতে ক্যাপসিকাম কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগে না। আর এর মূল কারণ হলো এর ঝাঁজালো গন্ধটা।
Device : oneplus 9r
Taken on : 2023

মরিচ শুকানো হচ্ছে এখানে। যে পরিমাণ টাটকা রোদ উঠেছে সেই রোদে এ মরিচ শুকাতে সর্বোচ্চ ঘন্টাখানিকের ব্যাপার। মরিচের ঝাঁঝালো এই গন্ধতে পুরা ছাদ ভরে গিয়েছে।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি ছাদের পূর্ব পাশের চিত্র। এখানে দূরে যে জায়গাটি রয়েছে ওটি হচ্ছে পুলিশ ক্যাম্প এবং কোয়ার্টার। মাঝে মাঝে ওখানে দাঁড়ালে পুলিশ ট্রেনিং গুলো দেখতে পাওয়া যায়।
Device : oneplus 9r
Taken on : 2023

ছোট্ট বেগুন গাছে দারুন বেগুন ধরেছে। আরো কয়েকটি বেগুন ছিল তবে সেগুলো পাড়া হয়ে গিয়েছে। আসলে টবের গাছগুলোতে এই রকম সবজি ধরলে দেখতে বেশ ভালো লাগে।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি একটি ডায়ান্থাস ফুল। এই ফুল গুলার মধ্যে অনেক ভ্যারাইটির হয়ে থাকে। এটি মূলত শীতকালীন একটি ফুল তবে এখন যেহেতু শীতের শীতের শেষ আর গরমে শুরু তাই কিছুদিন যাবত ফুলটি থাকবে এরপরে গাছে আর তেমন ফুল ফুটবে না।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি কাটামুকুল ফুল। মূলত এই গাছে কাটা আছে বিধায় এ ফুল নাম দেওয়া হয়েছে কাটা মুকুল। আমি আগে এই ফুল গাছ গুলোকে মনে করতাম ক্যাকটাস জাতীয় একটি গাছ। ফুলগুলো খুবই ছোট ছোট এবং গুচ্ছ আকারে দেখতে বেশ ভালো লাগে। আমার খুবই পছন্দের এই ফুলগুলো।
Device : oneplus 9r
Taken on : 2023

সকলকে ধন্যবাদ ।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR











ঠিকই বলেছেন মুসলমানদের ঘরে রমজানের প্রস্তুতি চলছে। রোদ্রউজ্জ্বল কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালই লেগেছে। তবে আমার কাছে মিষ্টি লাউ এর ফটোগ্রাফি এবং বেগুন গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি রোদ্রেজ্জ্বল গাছের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বেশ সুন্দর লাগছে প্রত্যেকটা ফটোগ্রাফি। সুনীল আকাশের নিচে লাউ গাছের ফটোগ্রাফি বেশ সুন্দরী দেখাচ্ছে। এবং ছাদের উপরে হলুদ এবং শুকনো মরিচের ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে। ঠিক বলেছেন ভাইয়া যে রোদ দেখা যাচ্ছে এগুলো সুকোতে ঘন্টাখানেক সময় হলেই যথেষ্ট। ডায়ান্থাস এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই চারিদিকে সবার ঘরে ঘরে রমজানের প্রস্তুতি চলছে। আর রোদ্দুরে বেশ ভালে ফটোগ্রাফি করা যায়। বেশ ভালো লাগে সেই ফটোগ্রাফি গুলো দেখতে৷ সূর্যালোকের মতোই ঝকমক করে। আর ক্যাপসিকাম খেতে আমারো ভালো লাগেনা ভাইয়া৷ সবগুলো ফটোগ্রাফি অসাধারণ।
রমজানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আসলে আগে থেকে প্রস্তুতি না নিলে পরে ঝামেলায় পড়তে হয়। তাই তো গৃহিণীরা ব্যস্ত সময় পার করছে। মরিচের ফটোগ্রাফিটি দারুন হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর টবে কোন সবজির ফলন হলে অনেক ভালো লাগে। ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
ভাই এই ভরদুুপুরে তো আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ৷ আর মাত্র কয়েকদিন বাকি রমজানের আর তাই তো এরই মধ্যে ভালো ভালো রান্না রেসেপি করার জন্য বিভিন্ন রকম মসলা শুকাতে দিয়েছেন ৷ অনেক ভালো লাগলো ভরদুপুরে রৌদ্র উজ্জ্বল কিছু ফটোগ্রাফি দেখে ৷
ঠিক বলেছেন ভাইয়া আসন্ন রমজান মাসকে ঘিরে পূর্ব প্রস্তুতি চলছে সকলের ঘরে ঘরে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে । গাছের ফাঁকে রুদ্রউজ্জ্বল সৌন্দর্য যেন চোখ ঝলসে গেল আমার। মসলা নদী দেওয়া দেখি তো আমার মসলা দেওয়ার কথা মনে পড়ে গেল আমিও ঠিক এভাবেই করেছি। এক কথায় অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।
সকাল বেলা বাসার ছাদে উঠে রোদ্রউজ্জ্বল কিছু গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আর কিছুদিন পরেই রমজান মাস চলে আসবে আর এই রমজান মাস উপলক্ষে অনেক রকম চিন্তা ভাবনা আগে থেকেই করে রাখতে হয়। রোদ্রউজ্জ্বল গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
রমজান মাস শুধু মুসলিম সমাজের জন্য নয় গোটা বিশ্বের মানবজাতির জন্য রহমতের একটি মাস। এই মাসে আল্লাহ তরফ থেকে একটা রহমত থাকে। আর এই রহমত গোটা বিশ্বের মানুষ তা ভোগ করে। ভাইয়া আপনি রৌদ্র উজ্জ্বল গাছের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং এই ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছাদের উপরে হলুদ শুকানো ফটোগ্রাফিটাও বেশ সুন্দর লাগছে। সব মিলিয়ে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
রুদ্রকর উজ্জ্বল আবহাওয়ায় অতি চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। বিশেষ করে ছাদের উপর শুকাতে দেওয়া শুকনো লালচে রঙের মরিচের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে ধন্যবাদ।