আমাদের জীবনে বিতর্কিত দুটি বিষয়।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১১ই জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




burma-g1642a44d8_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে সবসময়ই চাই পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক। আমাদের মানুষদের মধ্যে যতই ভিন্নতা থাকুক না কেন দিনশেষে আমাদের একটাই পরিচয় আর সেটি হচ্ছে আমরা মানুষ।

আমরা মুসলিম ধর্ম অনুসারীরা এটি বিশ্বাস করি যে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্ম দুইজন মানুষ থেকেই এবং তারা হচ্ছেন আদম এবং হাওয়া । সে হিসেবে ধরতে গেলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের আত্মীয়। এছাড়াও আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই।

যাই হোক, আমরা ধর্মের বিষয়ে নাইবা আর কথা বলি। কেননা এখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। আর প্রত্যেকের কাছে তাদের ধর্মটাই শ্রেষ্ঠ। আমার কাছে আমার ধর্মটা যেভাবে শ্রেষ্ঠ মনে হয়, ঠিক অন্যজনের কাছেও তার ধর্মটা ও তার শ্রেষ্ঠ মনে হয়। তবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সব থেকে যে বড় পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ। আর মানবতায় আমাদের সব থেকে বড় ধর্ম।

আর আমরা একজন মানুষ হয়ে আর একজন মানুষের মঙ্গল কামনা করব এটাই হওয়া উচিত। তবে আমরা সেটি করছি না। আমরা সব সময় ধর্ম, বর্ণ, রাজনীতি এসব বিষয়ে বিবাদ দ্বন্দ্বে লেগেই থাকি। একটা বিষয় কি জানান তো , এই পৃথিবীতে সব থেকে বেশি দ্বন্দ্ব হয় দুইটি বিষয় নিয়ে তার মধ্যে একটি হয়েছে ধর্ম আর অন্যটি হচ্ছে রাজনীতি। তাই বুদ্ধিমানের কাজ হল ধর্ম এবং রাজনীতি এই বিষয়গুলোর তর্কাতর্কিতে না জড়ানোর।

আজ এই পৃথিবীর এত অশান্তি এত যুদ্ধ এত কিছু কিন্তু এ দুটি বিষয়কে কেন্দ্র করেই। এই যে কিছু বছর আগে রোহিঙ্গাদের যে বিষয়টি সেটা ছিল কিন্তু ধর্মকে কেন্দ্র করে। এরপরই ও রাশিয়ার যুদ্ধ সেটা ও হয়েছিল রাজনৈতিক বিষয়ে। এছাড়া প্রতিনিয়ত যত হাঙ্গামা লেগে আছে সবকিছুই কিন্তু এই দুইটি বিষয়ের কেন্দ্রবিন্দু।

যাইহোক কথা বলতে বলতে মূল প্রসঙ্গের থেকে কখন যে এতো অনেক দূরে সরে গেছি তা বুঝতেই পারিনি । আসলে প্রায় সময় আমার এমনটা হয়।

পোস্ট লিখতে বসি একটি টপিকে কেন্দ্র করে কিন্তু লেখতে লেখতে দেখা যায় এটি অন্য এক টপিকে গড়িয়ে গিয়েছি। আসলে লিখতে বসার আগে আমার অত শত ভাবা হয় না। আমার মত করে আমার কিছু কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আর এটাই আমি করে থাকি সবসময়।

একবার একটি নীতিবাক্য দেখেছিলাম সেটাতে লেখা ছিল "ভাবনায় সময় নষ্ট না করে কাজে সময় দেওয়া উচিত"। আর এখন আমি প্রত্যেকটা কাজের ঠিক এমনটাই করি। প্রত্যেকটা কাজ এত না ভেবে কাজে নেমে পড়ি। তবে সবসময় যে এই ফর্মুলা কাজে দিবে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় না ভেবে না বুঝে কাজে নেমে পড়লে পরবর্তীতে বিপত্তির সৃষ্টি হয়।

না! আমি সব ক্ষেত্রে এমনটা করিনা। আসলে থাকে না, জীবনে কিছু ছোটখাটো বিষয় যেগুলো নিয়ে আমরা খুব বেশি ভাবি। ভাবতে ভাবতে দেখা যায় কাজের সময়টাই নষ্ট করে ফেলি । ফলে আমরা সে কাজের থেকে অনেক পিছিয়ে পড়ি। তাই জীবনে কিছু কিছু বিষয় আছে যেখানে অতিরিক্ত ভাবনায় সময় নষ্ট না করে কাজে লেগে পড়াই ভালো।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া ভাবনায় সময় নষ্ট না করে কাজে সময় দেওয়া উচিত। আমিও পোস্ট লিখতে বসলে অন্য কিছু ভাবি না। যা মুখে আসে বলে দেই 😅😅। তবে ভাইয়া আপনার লেখাগুলো কিন্তু সত্যিই দারুন ছিল। আমরা যদি নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করি তাহলে কেউ ভালো থাকতে পারবো না।

 2 years ago 

যে কাজ নিয়ে অনেক বেশি ভাবা যায় দেখা যায় যে সেই কাজই ভাবনা মত কিছুই হচ্ছে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে ভাবনা ছাড়াই কাজে লেগে পরাই ভালো। তাছাড়া ঠিকই বলেছেন ভাইয়া পৃথিবীতে যত যুদ্ধ-বিগ্রহের মূলে রয়েছে এই ধর্ম আর রাজনীতি। ধর্ম আর রাজনীতিতে ভেদাভেদ না থাকলে পৃথিবীতে এত যুদ্ধ লেগে থাকত না। ভালই লাগলো আপনার লেখাগুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109098.51
ETH 3846.71
USDT 1.00
SBD 0.61