সবাই কি দিন শেষে সফল হয়?
আজ- ২০ ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
সবাই কি দিন শেষে সফল হয় এই প্রশ্নটি আমাদের মনে প্রায়ই আসে এবং এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই বুঝতে হবে সফলতার সংজ্ঞা সবার কাছে ভিন্ন, কারও কাছে সফলতা মানে প্রচুর অর্থ, খ্যাতি আর ক্ষমতা অর্জন করা, কারও কাছে সফলতা মানে পরিবার নিয়ে শান্তিতে থাকা, আবার কারও কাছে সফলতা মানে জীবনের ব্যর্থতা মেনে নিয়ে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া; সমাজে প্রচলিত ধারণা হলো সফলতা মাপা হয় বাইরের অর্জনে—কত টাকা আছে, কোন পদে আছে, কত খ্যাতি আছে—
কিন্তু এই মাপকাঠিতে সবাই সফল হতে পারে না কারণ পৃথিবীতে সবাই ধনী বা ক্ষমতাবান হতে পারবে না, অথচ সাধারণ মানুষও সফল হতে পারে যদি সে তার জীবনের ছোট ছোট লক্ষ্য পূরণ করে যেমন পরিবারের জন্য সৎভাবে উপার্জন করা, সন্তানদের মানুষ করা বা প্রতিদিনের দায়িত্ব যথাযথভাবে পালন করা, প্রকৃত সফলতা আসলে চেষ্টা আর অধ্যবসায়ের মধ্যে লুকিয়ে আছে, যে মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে সে হয়তো বড় কিছু অর্জন করতে না পারলেও নিজের কাছে সফল কারণ চেষ্টা ছাড়া কোনো অর্জনই সম্ভব নয়, একজন ছাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করেও যদি প্রথম হতে না পারে, তার আন্তরিক চেষ্টা-ই তার সফলতা, আবার অনেক মানুষ আছেন যারা প্রচুর অর্থ, খ্যাতি আর উচ্চপদে পৌঁছে গেছেন ।
কিন্তু তাদের ভেতরে শান্তি নেই, তারা মনে করেন এখনও কিছু বাকি আছে, আরও কিছু পেতে হবে, ফলে তারা যতই কিছু অর্জন করুক না কেন সফলতার প্রকৃত স্বাদ পায় না, অপরদিকে একজন সাধারণ কর্মজীবী সীমিত আয়ে পরিবার চালান, হয়তো বড় কিছু কেনার সামর্থ্য নেই কিন্তু দিন শেষে পরিবারের সাথে হাসিমুখে সময় কাটাতে পারলেই তিনি শান্তি পান এবং সেটিই তার কাছে প্রকৃত সফলতা, সফল হওয়ার আরেকটি বড় শর্ত হলো কৃতজ্ঞতা—আমরা যদি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই তবে সেটিই আমাদের কাছে আনন্দ হয়ে উঠবে, কিন্তু যারা সবসময় আরও পাওয়ার দৌড়ে ছুটে চলে তারা কখনও তৃপ্তি খুঁজে পায় না, অন্যদিকে যারা ছোট ছোট অর্জনকে মূল্য দেয় তারা প্রতিদিনই সফল, ব্যর্থতা আসলে সফলতার বিপরীত নয় বরং সফলতারই একটি ধাপ, যে মানুষ বারবার ব্যর্থ হয় কিন্তু হাল ছাড়ে না তার জীবনেই একদিন সফলতা আসে, কারণ প্রতিটি ব্যর্থতা তাকে শিক্ষা দেয়, অভিজ্ঞতা দেয় এবং আরও শক্ত করে তোলে, তাই বলা যায় যে মানুষ ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নেয়,
দিন শেষে সেই-ই প্রকৃত সফল হয়, সফলতা কেবল অর্থ বা পেশাগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সম্পর্ক ও ভালোবাসার ভেতরেও সফলতা খুঁজে পাওয়া যায়, একজন মানুষ যদি পরিবারের কাছে, বন্ধুদের কাছে, সমাজের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থা অর্জন করতে পারে তবে সেটিই তার জীবনের সবচেয়ে বড় অর্জন, কারণ জীবনের শেষ সময়ে মানুষ অর্থ নয় বরং সম্পর্কের উষ্ণতাকেই বেশি মূল্য দেয়, তাই বলা যায় সবাই দিন শেষে সফল হয় না তবে সফলতার আসল সংজ্ঞা যদি হয় ভেতরের শান্তি, কৃতজ্ঞতা আর সৎ প্রচেষ্টা তবে অনেকেই সফল হয় এবং প্রকৃত সফলতা বাইরের অর্জনে নয় বরং ভেতরের তৃপ্তি ও আন্তরিক চেষ্টায়, দিন শেষে সফল তারা-ই যারা নিজেদের কাছে সৎ থাকে, ছোট ছোট অর্জনকে মূল্য দেয় এবং কৃতজ্ঞ হৃদয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
মনের আবেগকে বিসর্জন দিয়ে নিজের কর্মের প্রতি এবং নিজের লক্ষ্যের প্রতি মনস্থির করে একনিষ্ঠ আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করে যান দেখবেন শেষ হাসি আপনি হাসবেন। কখনোই কাউকে কোথাও নিজের আবেগকে কিংবা নিজের দুর্বলতোকে প্রকাশ করে ভালো কিছু পাওয়া যায় না বরং সেখান থেকে ভীষণ রকমের তিরস্কার পাওয়া যায় তাই কারোর উপর নির্ভর না করে আত্মনির্ভর হয়ে উঠুন ভাই। দেখবেন একদিন এমনিতেই মুখ দিয়ে হাসি বের হবে।
আমরা শুধু সফলতার গল্পগুলো শুনি। আর সফলতার পেছনের ব্যর্থতার গল্প গুলো শুনতে চাই না। হাজার মানুষ ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই সফল হবে এমনটা আশা করা যায় না। তবে সবার সফলতা কামনা করি সব সময়।