একটি নিরব আত্মকথা
একটি নিরব আত্মকথা
জীবনটা সত্যিই ভীষণ অপ্রত্যাশিত, না? কখন কার সাথে কী ঘটে যায়, তা আগে থেকে বলা যায় না। একদিন মনে হয়, বাঁচব না আর, সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখো, দিব্যি বেঁচে আছি যুগ যুগ ধরে। যেন জীবন আমাকে জোর করে টেনে নিয়ে চলেছে, আমার ইচ্ছা-অনিচ্ছা না মেনে। অথচ কত মানুষ দেখি, যারা লম্বা জীবনের স্বপ্ন দেখে, পরিকল্পনা করে রাখে—বাড়ি, পরিবার, ভ্রমণ, সবকিছু। কিন্তু জীবন তাদের সেই সুযোগ দেয়নি। হঠাৎ করে চলে গেছে, সব ছেড়ে। এই অপ্রত্যাশিততা আমাকে প্রতিদিন ভাবায়। কেন এমন হয়? কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের নিজের গন্তব্যকে?
আমার জীবনের কথা বলি। ছোটবেলা থেকে শিখেছি, সবকিছুতে নিজেকে সামলে চলতে। কিন্তু কখনো ভাবিনি যে, এই এক জীবনে সবচেয়ে বড় জুলুমটা আমি নিজের উপরেই করব। হ্যাঁ, নিজেকে কখনো ঠিকঠাক ভালোবাসিনি। সবসময় অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গেছি। অফিসের চাপ, সম্পর্কের টানাপোড়েন, সমাজের প্রত্যাশা—সবকিছুতে নিজেকে খরচ করেছি। কখনো একটা দিন নিজের জন্য রাখিনি। মনে হয়, নিজের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছি। যখন রাতে বিছানায় শুয়ে থাকি, তখন মনে হয়, কেন নিজেকে এত অবহেলা করলাম? কেন নিজের স্বপ্নগুলোকে পিছনে ফেলে দিলাম? এই জুলুমের ফলে আজ আমি একা, ভিতরে ভিতরে খালি হয়ে গেছি।
আর বেদনা? বেদনার তো কোনো ভাষা নেই। আমি কখনো কাউকে বোঝাতে পারি না, আমার ভিতরে কী ঘটছে। চেষ্টা করেছি অনেকবার। বন্ধুকে বলতে গিয়ে হেসে উড়িয়ে দিয়েছি, পরিবারকে বলতে গিয়ে চুপ করে গেছি। কারণ, কীভাবে বলব? কোন শব্দে বোঝাব যে, এই কষ্টটা আমাকে প্রতিদিন খেয়ে ফেলছে? এটা যেন একটা অদৃশ্য বোঝা, যা আমি একা বহন করছি। পৃথিবীতে কাউকে নিজেকে পুরোপুরি বোঝাতে না পারার কষ্টটা ভয়ঙ্কর। এটা তোমাকে ভালো থাকতে দেয় না। প্রতিদিন সকালে উঠে মনে হয়, আজ একটা নতুন শুরু করব। কিন্তু সেই কষ্টটা আবার ফিরে আসে, যেন ছায়ার মতো লেগে থাকে।
আমি দেখেছি, অনেকে এই কষ্ট নিয়ে লড়াই করে। কেউ কেউ লেখায় প্রকাশ করে, কেউ গানে, কেউ শিল্পে। কিন্তু আমার মতো যারা চুপ করে থাকে, তাদের জীবনটা যেন একটা অন্তহীন যন্ত্রণা। মাঝে মাঝে ভাবি, যদি একটা মানুষ থাকত যে আমাকে বোঝে, শোনে, না বিচার করে। কিন্তু সেই মানুষটা কোথায়? নাকি আমি নিজেই সেই মানুষ হয়ে উঠতে পারি? নিজেকে ভালোবাসতে শিখে? হয়তো এটাই উত্তর। জীবন অপ্রত্যাশিত, তাই আজ থেকে চেষ্টা করব নিজেকে প্রাধান্য দিতে। কিন্তু কষ্টটা? সেটা থাকবে, কারণ বেদনা তো ভাষাহীন। তবু, এই লেখায় একটু প্রকাশ করলাম।
আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
টাস্ক
https://x.com/Junaid_2208/status/1969200712476225608
https://x.com/Junaid_2208/status/1969200941988450325