স্বরচিত অনুকবিতা : ডায়েরির পাতা থেকে কিছু লিখা
![]() |
---|
আমার বাংলা ব্লগের প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম/ আদাব। আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আজ আবারো লিখতে বসেছি।
শব্দগুলো অনেক সময় কথা বলে—কখনো নিঃশব্দে, কখনো ব্যথা হয়ে, কখনো ভালোবাসা হয়ে। আজকের এই দিনে কিছু অনুভূতি ধরা দিলো ছন্দে, কয়েকটা লাইনের ভেতর।
তারিখ: ১৬ আগস্ট, ২০২৫ | বার: শনিবার | বাংলা মাস:১লা ভাদ্র , ১৪৩২ বঙ্গাব্দ
বড় কাব্য নয়, ছোট করে বলা কিছু কথা—এটাই আমার অনুকবিতা। ছোট কবিতা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই আমাদের মুহূর্তের কিছু আশা, আনন্দ, স্মৃতি মনে করিয়ে দেয় তাই ছোট ছোট কবিতা লিখতে আমি বেশ আনন্দ পাই। আজকে আমি আপনাদের সাথে আমার স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করতে চাই। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো শুরু করা যাক আমার কবিতা গুলো।
ভোরের শিশির
পাতার কোণে জমে থাকা শিশির বিন্দু,
যেন রাতের চোখে শেষ কান্নার ফোঁটা।
সূর্যের প্রথম কিরণে
তারাও হেসে ওঠে—
যেন দুঃখ ভুলে
নতুন দিনের দিকে হাত বাড়ায়।
বৃষ্টির গন্ধ
মাটির বুক ভিজিয়ে দেয় ফোঁটা ফোঁটা জল,
হাওয়ায় ভেসে আসে এক অদ্ভুত গন্ধ।
মনে হয় শৈশব দৌড়ে আসে,
কাদা ছিটিয়ে হাসতে হাসতে বলে—
এই তো, আমি এখনও বেঁচে আছি!
শীতের সকালের কুয়াশা
দূরের গাছগুলো হারিয়ে গেছে সাদা চাদরে,
পথ যেন ভুলে গেছে নিজের রং।
হাতের মুঠোয় উষ্ণ নিশ্বাস জমা করি,
তবুও মন চায়—
আরেকটু কুয়াশার ভেতর হারিয়ে যেতে।
বসন্তের রঙ
ডালে ডালে ফুলের উৎসব,
পাখির গানে বাজে নতুন শুরু।
মনে হয় পৃথিবী আবার প্রেমে পড়েছে—
রঙ তুলির আঁচড়ে
হাসি এঁকে দিয়েছে প্রতিটি পাতায়।
গ্রীষ্মের তাপ
সূর্য যেন রাগ করে নেমে এসেছে,
মাটি ছুঁলেই পুড়ে যায় পা।
তবু বিকেলের শেষে,
পানির কলের নিচে দাঁড়িয়ে
আমরা খুঁজে পাই
গ্রীষ্মের একটুকরো মিষ্টি ঠাণ্ডা আনন্দ।
এই ছিলো আজকের আমার অনু কবিতার সংগ্রহ।সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন,অন্য একদিন গল্প হবে, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
টাস্কঃ
https://x.com/Junaid_2208/status/1956543263495819740
https://x.com/Junaid_2208/status/1956542981336695281
https://x.com/Junaid_2208/status/1956542731830141116
https://x.com/Junaid_2208/status/1956542487461576854
প্রকৃতি নিয়ে এরকম দেখা লিখতে পারাটাও ভাগ্যের ব্যাপার। কেবলমাত্র প্রকৃতিপ্রেমী মানুষরাই এরকম লেখাগুলি লিখতে পারে। প্রত্যেকটা অণু কবিতার মধ্যে প্রকৃতির নতুন এক একটি করে রূপ প্রকাশ পেয়েছে। আপনার অনু কবিতা গুলি পড়ে খুবই ভালো লাগলো। আশা করি আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন।
ধন্যবাদ ভাইয়া,আসলে এখন বেশি সময় প্রকৃতি দেখেই কাটছে, বিলে বন্যার পানি থৈ থৈ করছে, এই মুহূর্তে প্রকৃতির ভাবনাই বেশি আসছে মনে।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম কবিতা লিখতে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলোই লিখার অনুপ্রেরণা।