ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম 
 সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 
 আজকে  আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। বেশিরভাগ সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আজকে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করব। অনেকদিন পর ক্লে দিয়ে কিছু তৈরি করে শেয়ার করছি। ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সুন্দর ভাবেই তৈরি করা যায়। আর বিভিন্ন কালার ব্যবহার করতে পারে আরো বেশি সুন্দর হয় দেখতে। আমি আজকের ওয়ালমেট এ কালো রঙের কাগজের উপর ফুল এবং পাতা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
 ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি 
- সাদা কাগজ
- ক্লে
- কাঁচি
- কালার পেন
প্রথমে আমি একটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি।
এরপর আমি কিছু ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি। আর পাপড়ি গুলোর মাঝখানে চাপ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।
|  |  | 
|---|
তারপর আমি ফুলের মাঝখানে কালো রঙের একটু ক্লে দিয়ে দিলাম। এভাবে করে আমি বেশ কয়েকটি ফুল তৈরি করে নিলাম।
|  |  | 
|---|
এরপর আমি ফুল গুলোকে সাদা কাগজের উপর বসিয়ে দিলাম।
তারপর কালার পেন দিয়ে কিছু লতা ও কিছু পাতায় একে নিলাম।  
|  |  | 
|---|
এরপর ক্লে দিয়ে লেডিবাগ পোকা তৈরি করে নিয়েছি।
|  |  | 
|---|
ধন্যবাদান্তে
@isratmim









ওয়াও আপনি ক্লে ব্যবহার করে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। সত্যি অসাধারণ হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট টি। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আর দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। অনেক চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু এমনি ভালো লাগে। আর এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে ছোট বাচ্চারা খেলাধুলা করতে খুব পছন্দ করে। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্! ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো ওয়ালমেটটি দেখে। এই ওয়ালমেটটি দেয়ালে লাগিয়ে রাখলে, দেখতে খুবই সুন্দর লাগবে। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।
আমার ওয়ালমেট তৈরি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কাছ থেকে সবসময় চমৎকার কিছু ওয়ালমেট দেখে আসছি। এই ওয়ালমেট গুলো যখন আমি দেখি তখন এর সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আজকেও যেভাবে আপনি এই চমৎকার ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে এই ওয়ালমেট তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।