DIY :- রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলের টপ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন হলো রঙ্গিন কাগজ দিয়ে তেমন কিছু তৈরি করা হয় না, তাই আজকে এই বিষয়টা একটু মাথায় ঘুরপাক খাচ্ছিল যে রঙিন কাগজ দিয়ে কি তৈরি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর রঙ্গিন কাগজ দিয়ে একটি ডাই বানিয়ে ফেললাম। আজকে আপনাদের সাথে ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি যা হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি একটি চমৎকার ফুলের টপ। আসলে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এই ফুলের টপটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।

ফুলের টপের সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20230725_180707.jpg

IMG_20230725_180804.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল
  • ঘাম ও
  • পেন্সিল কম্পাস।

IMG_20230725_175048.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে আড়া আড়ি করে ভাঁজ করে চতুর্ভুজ আকৃতি করে কেটে নিলাম। এরপর এটিকে ঘাম দিয়ে একটি ঠোঙ্গার মতো তৈরি করে নিলাম। আমরা যেরকম বাইরে ঝাল মুড়ি খেলে ঝাল মুড়িওয়ালা এরকম করে ঠোঙ্গা তৈরি করে দেয় সে রকম। এরপর কেচি দিয়ে এর নিচের কিছু অংশ কেটে দিলাম।
IMG_20230725_175106.jpgIMG_20230725_175119.jpg

IMG_20230725_175129.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি আগের রঙিন কাগজ থেকে বাড়তি যে কাগজের অংশটুকু কেটে নিয়েছে সেটিকে আবার সমান দুই ভাগে ভাগ করে কেটে নিলাম। এরপর একটি পেন্সিল ও পেন্সিল কম্পাস এর সাহায্যে দুটির মাঝে দুটি বৃত্ত অঙ্কন করে নিলাম। তারপর বৃত্ত দুটি কেচি দিয়ে কেটে নিলাম।
IMG_20230725_175141.jpgIMG_20230725_175150.jpg

IMG_20230725_175238.jpg

তৃতীয় ধাপ
  • এবার একটি কাগজের বৃত্তের মাঝখানে পর্যন্ত কিছুটা কেটে এর মধ্যে ঘাম দিয়ে আটকে দিলাম। তারপর আগে যে ঠোঙ্গাটি তৈরি করেছি তার নিচের অংশে ঘাম লাগিয়ে এর মধ্যে আটকে ফুলের টপের স্ট্যান্ড তৈরি করে নিলাম।
IMG_20230725_175250.jpgIMG_20230725_175315.jpg

IMG_20230725_175328.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি বাকি আরেকটি কাগজের বৃত্তের মাঝখানে আরও একটি বৃত্তের মত করে কেটে নিলাম। তারপর এর চতুর্দিকে ঘাম লাগিয়ে আমি যে ফুলের টপটি এ পর্যন্ত তৈরি করেছি তার ভিতরে লাগিয়ে দিলাম।
IMG_20230725_175932.jpgIMG_20230725_175941.jpg
পঞ্চম ধাপ
  • এবার আমি ফুলের টপটিকে কিছু ফুল পাতা দিয়ে সাজিয়ে নেব তো সেজন্য দুইটি রঙিন কাগজ দিয়ে দুটি ফুল তৈরি করে নিলাম। তারপর ঘাম দিয়ে ফুল দুটিকে টপের নিচের অংশে লাগিয়ে দিলাম।
IMG_20230725_180015.jpgIMG_20230725_180038.jpg

IMG_20230725_180053.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি ছোট্ট একটি কাল রঙের কাগজ নিয়ে এটিকে তিন ভাঁজ করে বেশ কয়েকটি কালো পাতা তৈরি করে নিলাম। তারপর ফুলগুলোর চতুর্দিকে এই পাতাগুলো ঘাম দিয়ে লাগিয়ে দিলাম
IMG_20230725_180223.jpgIMG_20230725_180236.jpg

IMG_20230725_180322.jpg

সর্বশেষ ধাপ
  • তো এভাবে এক এক করে আমি আমার সবগুলো ধাপ সম্পন্ন করলাম আর আমি পুরো রঙিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি করে ফেললাম।

IMG_20230725_180643.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 2 years ago 

রঙিন কাগজের ফুলের টপ আমাকে দিলে আমি ফুল রাখতে পারতাম 🙂
অনেক সুন্দর হয়েছে, বেশ দক্ষতার সাথে প্রতিটা ধাপ সুন্দরভাবে তুলে ধরে কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করার মাধ্যম গুলো তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

ডিজাইনটি সত্যি সুন্দর হয়েছে । তবে হার্ড বোর্ড পেপার ব্যবহার করলে কাঠামোটি আরো মজমুত হতো । অসাধারণ ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও! রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলের টব তৈরি করেছেন আপু। ফুলের টবটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। চমৎকারভাবে ডিজাইনও করেছেন দেখছি। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। টবের মধ্যে আবার ফুলও রেখেছেন দেখছি। পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ফুলের টপ তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের টব বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে আপনার ফুলের টব টি। আপনি এটি টেবিলের উপর সাজিয়ে রাখতে পারেন।বেশ ভালো লাগবে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমিও মাঝে মাঝে বুঝতে পারি না কি পোস্ট করবো রঙিন কাগজ দিয়ে।মাথার ভেতর সব এলোমেলো হয়ে যায়। আপনি আজকে খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে ফুলের টপ তৈরি করেছেন। আপনার টপ টি দেখতে খুবই সুন্দর হয়েছে। কালারিং ফুল দেওয়াতে বেশি সুন্দর লাগছে। সুন্দর একটা টপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায় আপু। আর আপনি দেখছি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটা ফুলের টব তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। বাজার থেকে ফুলের টব কেনার থেকে এভাবে নিজেরা তৈরি করে ব্যবহার করাটাই ভালো।

 2 years ago 

ঠিকই বলেছেন নিজেদের তৈরি করা জিনিসগুলো ব্যবহার করার মজাটাই আলাদা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলেছেন আপু মাঝে মাঝে কি পোস্ট করা যায় মাথায় বেশ ঘুরপাক খায়। আজকে আপনি সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে ধাপে ধাপে ফুলের টপ তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি করা এরকম জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে। ফুলের টবটি আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় সেগুলো তৈরি করতে আমি খুবই পছন্দ করি। নিচের অংশে ফুলগুলো দেওয়ার কারণে এবং ফুলের ভেতরে পুঁতি বসিয়ে দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে এটা দেখতে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ও ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে। তবে আপনার রঙিন কাগজের ফুলের টপ তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে আপনার। যদিও এ ধরনের রঙিন কাগজের ফুলগুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে বেশ ভালোই লাগে। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের ফুলের টপ উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 109895.53
ETH 4277.12
USDT 1.00
SBD 0.83