Made in...

in #partiko6 years ago

আজকে ১ প্যাকেট মার্কার, পেন্সিল, রাবার, কলম কিনলাম;
মার্কারের গায়ে লিখা ‘Made in France’
রাবার, কলমের ‘Made in India’
পেন্সিলের গায়ে লিখা ‘Made in China’।।
বুঝলাম না, আমাদের দেশ- গাড়ি, ট্রেন, টিভি,
ফ্রিজ, মোবাইল না হয় আমদানি করছে, মানা যায়। কিন্তু রাবার, ব্লেড, সুঁই, সুতা, কলম, খাতা... এসবও আমদানি করতে হয় !!
সেদিন এক দোকানে নাস্তা খাচ্ছি; দোকানদার বলল-
‘মামা এটা মালয়েসিয়ান পরোটা’
অবাক হলাম পরোটাও আসে মালয়েসিয়া থেকে !!
বাংলাপিডিয়া ঘেঁটে দেখলাম এই বাংলায় নাকি ১৬৫ রকমের পিঠা ছিল। যে দেশে শুধু চালের গুঁড়া থেকে এতোএতো পিঠাপুলি তৈরি করতো সে দেশ মালয়েসিয়া থেকে পরোটা, ইন্ডিয়া থেকে ব্রেড আনতে হচ্ছে !! যে দেশের সিলেট, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে আপেল, কমলা, আঙ্গুর থোকায় থোকায় ঝুলছে; সেদেশ পাকিস্থান থেকে 'সেজান
জুস' আমদানী করে !!
.
সেদিন এক বাসায় তেঁতুলের আচার খেলাম; তারা বলল-এটা থাইল্যান্ডের আচার। আচারও থাইল্যান্ড থেকে আনতে হয়!! আমাদের গ্রামের জসিমের বৌ; কাশেমের মা; রহিম মিয়ার শালীরা ৪০/৫০ রকমের আচার বানাতে পারে। আর এখন থাই, বার্মিজ আচারও আমদানী করতে হচ্ছে!!
.
একটা সত্যি ঘটনা বলি- ২০০৯ এর দিকে এক ইউরোপিয়ান পর্যটক মহাস্থানগড় পুরাকীর্তি পরিদর্শনে আসলেন। তিনি ভবন, নির্মাণশৈলী, স্তম্ভ দেখে শুধু বলেছেন- দেড়হাজার বছর আগে এখানকার মানুষ বিল্ডিংয়ে ছিল !!! তখন আমরা ইউরপিয়ানরা গাছের
উপরে নাকি নিচে ঘুমাবো এসব চিন্তা করতাম। মহাস্থানগড়ে ২৪ কোন বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ বাথরুমটি দেখে তিনি বলেছেন- 'আমাদের বাথরুম
ব্যবহারের ইতিহাস কিন্তু একশো বছর আগের, আর এই বাংলার এতো পুরানো'।
.
.. ... যে জাতি ১৫০০ বছর আগে ভবন, পুরাকীর্তি বানিয়েছে; ৪০০ বছর আগে যাদের মসলিন কাপড় পুরোবিশ্বে তাক লাগিয়েছে; ৩০০ বছর আগেও যাদের জাহাজ বরিশাল থেকে কলকাতা যেত; তারা এখন
পেন্সিল, রাবার, খাতা, ছাতা, কলম, মলম আমদানী করছে। হায়, পুরো দেশটাই হয়ে গেছে বহিঃবিশ্বের আড়ত, শপিংমল,
কাঁচাবাজার।।
,
সবার শুধু লাভের চিন্তা, দেশের চিন্তা নাই।

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63457.41
ETH 3119.12
USDT 1.00
SBD 3.94