Identify for interviewer one place and otherwise

in #esteem6 years ago

IMG_20190724_120510.jpg
সূচনা,
বন্ধুরা সবাই কেমন আছেন।অপূব সারাদিন নানা ধরনের কাজকর্ম করতে এবং নানা বিষয়ে পর পরিচর্যা করতে গিয়ে আমি আপনাদের সামনে এবং ভালোভাবে আপনাদের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হয় না। আসলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমার আজকের এই ব্লগ সাইটে।

শিকড়ে যে ছবি দেখা যাচ্ছে এটি আমার অফিসের আইডি কার্ড।আমার এই আইডি কার্ডটি আমি পেয়েছিলাম গত মাসের 2018 সালের 1 জুলাই তারিখে।কেননা আমি যখন আমি গার্মেন্টসে যোগদান করেছিলাম জুলাই মাসের 1 তারিখে তখন আমাকে সেটি দেওয়া হয়েছিল।এই আইডি কার্ড ছাড়া আমি কখনোই আমার গার্মেন্টস ফ্যাক্টরি ভিতরে প্রবেশ করতে পারব না এবং আমি কখনোই নিজেকে একজন সেই ফ্যাক্টরির কর্মচারী হিসেবে পরিচিত করতে পারব না। সুতরাং আমাকে সেখানে প্রবেশ করতে হলে অবশ্যই আইডি কার্ড এর প্রয়োজন হবে।শুধু আমি বলি নাই আমাদের ফ্যাক্টরি কিংবা যে কোন জায়গায় এই আইডি কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না।
ফ্যাক্টরির সুপারভাইজার লাইন শিপিং চার্জ এফ এম এস সি এম সি এম সি ও ও এবং সবাইকে এই আইডি কার্ড প্রদান করতে হয় এবং এই আইডি কার্ড পাঞ্চ এর মাধ্যমে নিজের স্যালারি গ্রহণ করতে হয়।IMG_20190724_120346.jpgIMG_20190724_120339.jpgIMG_20190724_120333.jpg
আইডি কার্ড শুধুমাত্র আপনার নিজের অফিসের কাজকর্ম ব্যবহার করার জন্য নয়।আপনি যে কোন জায়গায় যদি বিপদ কিংবা সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনি এই আইডি কার্ডের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করতে পারবেন যে আপনি একজন ফ্যাক্টরির কর্মচারী এবং অবশ্যই আপনাকে এই আইডি কার্ড দিয়ে অনেক সাহায্য করবে।
সুতরাং বন্ধুরা কখনোই নিজেকে আইডি কার্ড ছাড়া প্রকাশ করবেন না এবং আইডি কার্ড বলতে কখনোই নিজের জীবনকে ভাবনা নিয়ে ভাববেন না।

আইডি কার্ড একটি অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 121401.73
ETH 4323.72
USDT 1.00
SBD 0.77